বার্মিংহাম: হেডিংলের পর বার্মিংহাম। পরপর দুই টেস্টে শুভমন গিল (Shubman Gill) সেঞ্চুরি করলেন। সেই সঙ্গে তিনি একটি ঐতিহাসিক কীর্তি গড়েছেন। তিনি এখন এমন চতুর্থ ভারতীয় অধিনায়ক হয়েছেন, যিনি অধিনায়ক হওয়ার পরে তাঁর প্রথম দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। উল্লেখ্য, গিল এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেছিলেন। তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া টেস্টে টানা ৩টি ম্যাচে সেঞ্চুরি করা খেলোয়াড়ও হলেন।
প্রথমে শুভমন গিলের সেই রেকর্ডের দিকে নজর দেওয়া যাক, যেখানে বিরাট কোহলি এখনও তাঁর চেয়ে এগিয়ে আছেন। আসলে গিল এমন চতুর্থ ভারতীয় অধিনায়ক যিনি অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর প্রথম দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। তাঁর আগে বিজয় হাজারে এবং সুনীল গাওস্কর অধিনায়ক হওয়ার পরে প্রথম দুটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে তাঁর প্রথম ৩টি টেস্ট ম্যাচে টানা সেঞ্চুরি করেছিলেন। যদি গিল তাঁর পরের টেস্টেও সেঞ্চুরি করেন, তবে এই ক্ষেত্রে তিনি বিরাট কোহলির সমকক্ষ হবেন।
৩৫ বছরে এমনটা করা প্রথম ভারতীয়
ভারত ও ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে শুভমন গিল সেই খেলোয়াড়দের মধ্যেও অন্তর্ভুক্ত হয়েছেন, যাঁরা টানা তিনটি ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। তিনি এমন তৃতীয় ভারতীয় অধিনায়ক হয়েছেন, যিনি ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ২টি সেঞ্চুরি করেছেন। তাঁর আগে বিজয় হাজারে ১৯৫১-৫২ এবং মহম্মদ আজহারউদ্দিন ১৯৯০ সালে এমনটা করেছিলেন। এখন শুভমন গিল ৩৫ বছর পর এমনটা করা তৃতীয় ভারতীয় অধিনায়ক হয়েছেন।
ইনিংসের শুরুটা ভাল হয়নি ভারতের। শুরুতেই ফিরে যান কে এল রাহুল। তবে দিনের শেষটা বেশ ভালই করল ভারতীয় দল। সৌজন্যে শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে এই দুজনের লড়াকু ৯৯ রানের পার্টনারশিপেই পাঁচ উইকেটে ৩১০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করল ভারত। শুরুতে যশস্বী জয়সওয়াল অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও সুযোগ ছাড়েননি গিল। অধিনায়ক হিসাবে টানা দ্বিতীয় ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে টানা তৃতীয় সেঞ্চুরি করলেন।