লন্ডন: সদ্য সমাপ্ত আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন গিল (Shubman Gill)। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৯০ রান করেছিলেন। টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন গিল। তবে এবার বলের রং, টুর্নামেন্ট সবই বদলাচ্ছে। আইপিএলের পর এবার গিলকে ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে। দুরন্ত ছন্দে থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছবি এবং চ্যালেঞ্জটা যে সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে, সেই বিষয়ে কিন্তু গিল ভালভাবেই অবগত।


আইপিএল অতীত


গিল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আইপিএল এখন অতীত। আইপিএলের কথা ভুলে গিয়ে এখন তাঁকে দ্রুত ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলেই জানান গিল। তিনি বলেন, '(আইপিএলের ফর্ম) কিছুটা আত্মবিশ্বাস বাড়ায় তো বটেই। তবে আমার মনে হয় এখানকার পরিবেশ, চ্যালেঞ্জ সবকিছুই সম্পূর্ণ আলাদা। অবশ্য় এটাই তো মজা। গত সপ্তাহে আমরা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে একটা ভিন্ন ফর্ম্যাট খেলছিলাম। এখানে সবকিছুই সম্পূর্ণ ভিন্ন। টেস্ট ক্রিকেটের মজা তো এখানেই।'


এই প্রথম নয়, বছর দু'য়েক আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পৌঁছেছিল ভারত। সেখানে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে খেতাব খোয়াতে হয় টিম ইন্ডিয়াকে। সেই হতাশা পিছনে ফেলে এবার আবারও ট্রফি জয়ের হাতছানি রয়েছ। গিলের দাবি, ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই পরাজয় থেকে অনেককিছু শিখেছে। 'আমরা সেই ম্যাচে খেলার অভিজ্ঞতা, বিশেষত ব্যাটিং করার অভিজ্ঞতা থেকে কী কী শিখেছি, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছি। আশা করছি আমরা গতবার যেসব ভুলত্রুটিগুলি করেছিলাম, এ বার সেগুলো করব না।' মত গিলের।


আত্মবিশ্বাসী দ্রাবিড়


২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত। সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)? ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।


বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে? সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, 'একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।'


আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড