লন্ডন: ভারত বনাম ইংল্যান্ড (Indiaq vs England) লর্ডস টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill) যে জার্সি পরেছিলেন, সেই জার্সিটি অ্যান্ড্রু স্ট্রসের চ্যারিটি রেড ফর রুথে দান করা হয়েছিল । ভারতীয় অধিনায়কের সেই জার্সি নিলামে বিপুল দামে বিক্রি হয়েছে । এই জার্সিতে গিলের সই ছিল । গিলের এই সই করা জার্সি ৪৬০০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪১ লক্ষ টাকা)-তে বিক্রি হয়েছে । এই জার্সিই নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেট সরঞ্জাম । এছাড়াও এই নিলামে বেন স্টোকসের (Ben Stokes) জার্সি এবং ঋষভ পন্থের (Rishabh Pant) টুপি সহ খেলোয়াড়দের সই করা পোর্ট্রেট, ব্যাট এবং হসপিটালিটি টিকিট ও অন্যান্য জিনিস ছিল । সবচেয়ে বেশি দামে বিক্রি হল শুভমনের জার্সিই ।
স্টোকসের জার্সি পন্থের টুপও বিক্রি হল মোটা অঙ্কে
গিলের জার্সি এই নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জিনিস ছিল । অন্যদিকে বেন স্টোকসের জার্সি ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকায় বিক্রি হয়েছে, যেখানে ঋষভ পন্থের টুপি ভারতীয় মুদ্রায় ১.৭৬ লক্ষ টাকায় বিক্রি হয়েছে । কে এল রাহুলের (KL Rahul) জার্সি প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে ।
ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জো রুটের সই করা জার্সি প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার টাকায় বিক্রি হয়েছে । যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজার জার্সি নিলামে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেট সরঞ্জাম । দুজনের জার্সি ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৯৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছে ।
রেড ফর রুথ কী?
প্রতি বছর লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনকে উৎসর্গ করা হয় । এই দিনে খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং দর্শক সবাই লাল রংয়ের পোশাক পরেন । এই উদ্যোগ স্ট্রসের প্রয়াত স্ত্রী রুথ স্ট্রসের স্মরণে শুরু হয়েছিল । যিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন ।
এখন এই দিনটি ক্রিকেট ক্যালেন্ডারের একটি বিশেষ অংশ হয়ে উঠেছে । ভারত ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচের আগে ফাউন্ডেশন জানিয়েছিল যে, গত ছয় বছরে, ভক্তদের ভালবাসা ও সাহায্যে তারা ৩,৫০০-এর বেশি পরিবারের কঠিন সময়ে সাহায্য করেছে ।