মুম্বই: একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব সরগরম ছিল দুজনের সম্পর্কের জল্পনা নিয়ে। প্রেমিক নাকি শুভমন গিল (Shubman Gill)। যাঁকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে চিহ্নিত করছেন অনেকে। প্রেমিকা? কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর। শুভমনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন সারা, যা নিয়ে জোর চর্চা ছিল ক্রিকেট মহলে। শুভমন মাঠে থাকলে গ্য়ালারি থেকে স্লোগান উঠত, 'হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো...' এমনকী, একটা ম্যাচে তো স্লোগান শুনে বিব্রত বিরাট কোহলি পর্যন্ত ইশারা করে গ্যালারিকে চুপ করার ইঙ্গিত করেছিলেন।


সারার সঙ্গে কি শুভমনের সম্পর্কে কি ইতি পড়েছে? এবার মাথাচাড়া দিয়েছে সেই জল্পনা। শুভমনের সঙ্গে নাকি ছোট পর্দার অভিনেত্রী রিধিমা পণ্ডিত প্রেম করছেন। এমনকী, ডিসেম্বরে দুজনের বিয়ে বলেও জোর গুঞ্জন। এ নিয়ে অবশ্য শুভমন মুখে কুলুপ এঁটেছেন। তবে প্রতিক্রিয়া দিয়েছেন রিধিমা।


একটি সাক্ষাৎকারে ছোট পর্দার অভিনেত্রী রিধিমাকে শুভমন নিয়ে একাধিক প্রশ্ন সামলাতে হয়েছিল। সেখানে রিধিমা বলেন, 'আমি শুভমন গিলের সঙ্গে কখনও কথা বলিনি। আমাদের আলাপও নেই। পুরো বিষয়টিই মনগড়া। আমার সঙ্গে শুভমনের কোনওদিন দেখা হলে আণরা নিশ্চয়ই এ নিয়ে খুব হাসাহাসি করব। তবে আমাদের মধ্যে কিছুই নেই।'


যদিও এরপর এমন কিছু কথা বলেছেন রিধিমা যা  নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। রিধিমা বলেছেন, 'আমার ওকে (পড়ুন শুভমনকে) ভীষণ, ভীষণ মিষ্টি লাগে। তবে দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে কিছু নেই।'


 






আচমকা কেন শুভমনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম? রিধিমা এই প্রশ্নে বলেছেন, 'কারও না কারও কল্পনাপ্রসূত গোটা বিষয়টা। আমার অনুমান কেউ একটা গল্পটি তৈরি করেছিল তারপর সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে যায়। এটা হাস্যকর। এমনকী, সকাল থেকে আমাকে অভিনন্দন জানিয়ে প্রচুর ফোন আসাও শুরু হয়েছে। আমি জল্পনা উড়িয়ে দিতে দিতে ক্লান্ত। অবশেষে আমি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করব ঠিক করেছি।'


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।