নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ওয়ান ডেতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের মাধ্যমেই পাকাপাকিভাবে ওয়ান ডে অধিনায়ক হিসাবে দায়িত্ব নিতে চলেছেন শুভমন গিল (Shubman Gill)। এই দায়িত্ব পাওয়াটা গিলের জন্য অত্যন্ত গর্বের বলেই দাবি করেন তিনি। পাশাপাশি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলেও, সেই বিষয়ে স্পষ্ট জবাব দেন ভারতের নতুন ওয়ান ডে অধিনায়ক।

Continues below advertisement

সাংবাদিক বৈঠকে গিলকে ওয়ান ডে অধিনায়কত্ব প্রসঙ্গে বলতে শোনা যায়, 'বিষয়টা টেস্ট ম্যাচের মাঝে ঘোষণা করা হলেও, আমি বেশ খানিকটা আগেই এটা জানতে পারি। এটা নিঃসন্দেহে একটা বড় দায়িত্ব এবং পাশাপাশি বড় সম্মানও বটে। দেশকে এই ফর্ম্যাট নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আর সত্যি বলতে বিগত কয়েক মাসগুলি আমার জন্য বেশ আনন্দদায়কই কেটেছে।'

শুভমন অতীত নিয়ে বেশি চিন্তিত নন, তিনি বর্তমানে থাকতে চান। 'ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে, সেটা জানতে আমি সত্যিই মুখিয়ে রয়েছি। যতটি সম্ভব বর্তমানে থাকতে চাই আমি। অতীতে কী করেছি, বা দলগতভাবে আমরা কী সাফল্য পেয়েছি, সেই নিয়ে মাথা ঘামাতে চাই না। অদূর ভবিষ্যতে যা যা সম্ভব, সেইসব জিততে চাই আমি।'

Continues below advertisement

ওয়ান ডে অধিনায়ক হিসাবে শুভমনের আগমনের সঙ্গে সঙ্গেই অধিনায়ক রোহিত শর্মার যবনিকা পতন হয়েছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই সিনিয়র তারকাই অস্ট্রেলিয়া সিরিজ়ের ওয়ান ডে দলে থাকলেও, তাঁদের ২০২৭ সালের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে অনেকই সংশয় প্রকাশ করেছেন। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকর এই বিষয়ে কিছু বলতে চাননি, তবে শুভমন গিল এই নিয়ে মুখ খুললেন।

দুই মহাতারকার ভবিষ্যৎ প্রসঙ্গে গিল বলেন, 'অবশ্যই (রোহিত-বিরাট দলের পরিকল্পনায় রয়েছেন)। ওঁরা যে পরিমাণ ম্যাচ খেলেছেন এবং ভারতকে যে পরিমাণ ম্যাচ জিতিয়েছেন, সেই কৃতিত্ব খুব বেশি কারুর নেই। গোটা বিশ্বে ওঁদের মতো অভিজ্ঞ, দক্ষ এবং গুণাবালী সম্পন্ন ক্রিকেটার খুব কমই রয়েছেন। তো সেই নিরিখে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলব।'

প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভমন গিল আরও জানান, তিনি রোহিতের থেকে তাঁর শান্ত থাকা এবং সবার মাঝে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার গুণটা শিখতে চান।