দুবাই: আইসিসি মহিলাদের বর্ষসেরা ওয়ান ডে দলে সুযোগ পেলেন ভারতের তিন ক্রিকেটার। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানার সঙ্গে সেরা একাদশে রয়েছেন রেনুকা সিংহও (Renuka Singh)। সম্প্রতি ২০২২ সালের মহিলা ক্রিকেটের সেরা ওয়ান ডে একাদশ বানিয়েছে আইসিসি। সেখানেই এই তিন জন জায়গা করে নিয়েছেন।


আইসিসির তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, ''আইসিসি সেরা ১১ জনকে বেছে নিয়েছে গত বছরের পারফরম্যান্সের ওপর বিচার করে। সারা বছর ধরে এই ১১ জন ব্যাট, বলে নিজেদের সেরা পারফর্ম করে গিয়েছেন। আইসিসি সবদিক সেরা বিবেচনা করেই এই ১১ জনের তালিকা তৈরি করেছে।


দলের ক্যাপ্টেন বাছা হয়েছে হরমনপ্রীত কৌরকে। ২০২২ সাল দুর্দান্ত কেটেছে হরমনপ্রীতের। ২ টো সেঞ্চুরি ও ৫টি অর্ধশতরান করেন তিনি। এছাড়াও ৫ উইকেটও নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৩ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন। এই দলে বাকি সদস্যরা হলেন, অ্যালিসা হিলি (উইকেটকিপার), লরা উলভার্ট, ন্যাট সিভার, বেথ মুনি, অ্যামিলিয়া কের, সোফি একলেস্টোন, আয়াবঙ্গা খাকা ও শবনিম ইসমাইল।


 





পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল


আইসিসির নির্বাচিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে জস বাটলারকে (Jos Buttler)। ইয়ন মর্গ্যানের অবসরের পর বাটলার সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে খেতাবও জেতান বাটলার। তাই তাঁর অধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে খুব বেশি প্রশ্নের অবকাশ থাকে না। বাটলারের পাশাপাশি ওপেনার হিসাবে মহম্মদ রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। এরপর তিন এবং চারে দুই ভারতীয় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।


বিরাট টি-টোয়েন্টি ফর্ম্যাটেই নিজের শতরানের খরা কাটান। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে। মিডল অর্ডারে গ্লেন ফিলিপ্সও রয়েছেন। এছাড়া দুই অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পেয়েছেন সিকন্দার রাজা ও হার্দিক পাণ্ড্য। হার্দিক গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০৭ রানের পাশাপাশি ২০টি উিইকেটও নেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্যাম কারানও আছেন দলে।