ইনদোর : প্রথম দুটো ম্যাচে এসেছে জয়। এবার সামনে সুযোগ হোয়াইটওয়াশের (Whitewash)। ইনদোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। টসে জিতলেও তিনিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন বলেই জানিয়েছেন রোহিত শর্মাও (Rohit Sharma)। 


টসের মঞ্চে রোহিত জানিয়েছেন, 'ভাল ক্রিকেট খেলাই এই ম্যাচে আমাদের লক্ষ্য। এই মাঠে বরাবরই বড় রান ওঠে। এই ম্যাচে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ছেলেরা সেভাবে সুযোগ পায়নি, তাঁদেরকে প্রয়োজনীয় সুযোগ দেওয়া।' তৃতীয় ওডিআই ম্যাচে মহম্মদ শামি (Mohammad Shami) ও মহম্মদ সিরাজকে ( Mohammed Siraj ) বিশ্রাম দেওয়া হয়েছে। খেলছেন উমরান মালিক (Umran Malik) ও যুযবেন্দ্র চাহাল ( Yuzvendra Chahal)।


ইনদোরের ম্যাচের বাউন্ডারি সেভাবে বড় নয়। তাই এই মাঠে বরাবরই বড় স্কোর খাড়া হয়। ২০১১ সালের ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগের (Virendra Sehwag) একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ২১৯ এই হোলকার মাঠেই। পাশাপাশি হোলকার স্টেডিয়ামে ভারতের ১০০ শতাংশ জয়ের রেকর্ডও রয়েছে। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচেই জিতেছে ভারত। 






ব্যাট করতে নেমে ভাল শুরুও করেছেন রোহিত শর্মা ও শুবমন গিলের ওপেনিং জুটি। সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুবমন। ভারতীয় ওপেনারের ২০৮ রানের ঝকঝকে ইনিংসের ভর করে বড় স্কোর খাড়া করেছিল ভারত। যারপর সিরাজ-শার্দুলদের বোলিং দাপটে ১২ রানে ম্যাচ জেতে ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রোহিত ব্রিগেড। লো স্কোরিং ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজের দুটিতে জিতে সিরিজ দখল করে নেয় ভারত। যারপর হোলকার স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। 


এই সিরিজ শেষ হলেই ২৭ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হয়ে যাবে দুই দলের টেস্ট সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল বা বিরাট কোহলি কেউই নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মতো এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য




আরও পড়ুন- টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের? কী বললেন কোচ দ্রাবিড়?