আমদাবাদ: রোহিতরা পারেননি। তবে হরমনপ্রীতরা পারলেন। আমদাবাদে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের তৃতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডকে (India Women vs New Zealand Women) পরাজিত করে ২-১ সিরিজ় জিতে নিল ভারতীয় দল। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল তৃতীয় ম্যাচে ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ওমেন ইন ব্লু। ম্যাচে ইতিহাস গড়লেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
২৩৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত ও সহ-অধিনায়ক স্মৃতি, দুইজনে মিলে তৃতীয় উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে দলের জয় সুনিশ্চিত করেন। এই ম্যাচেই নিজের কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকান স্মৃতি মান্ধানা। এই সেঞ্চুরির সুবাদেই ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার। মিতালি রাজকে পিছনে ফেলে স্মৃতি বর্তমানে ভারতীয় মহিলাদের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর মালকিন।
স্মৃতি ছাড়াও অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন। অল্প রানেই ভারতীয় দল ওপেনার শেফালি বর্মাকে হারালেও, ইয়াস্তিকা ভাটিয়াও ৩৫ রানের ইনিংস খেলেন। তিনি ও স্মৃতি ভারতীয় ইনিংসকে স্থিরতা প্রদান করেন। তারপরে হরমনপ্রীত ও স্মৃতির পার্টনারশিপ দলের জয় সুনিশ্চিত করে ফেলেন।
তবে দিনের প্রথমার্ধে নজর কেড়েছিলেন ভারতের তারকা স্পিনার দীপ্তি শর্মা (Deepti Sharma)। প্রথম ওয়ান ডেতে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই জয় এসেছিল। তৃতীয় ওয়ান ডেতেও তিনি দুরন্ত বোলিং করেন। তিন তিনটি উইকেট নেন দীপ্তি। গত ম্যাচে অভিষেক ঘটানো প্রিয়া মিশ্রও নিজের নির্ধারিত ১০ ওভারে ৪১ রানের বিনিময়ে দুইটি উইকেট নেন।
ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই কিন্তু কিউয়িরা নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকেন। ওপেনার জর্জিয়া প্লিমারের ৩৯ রান বাদে বাকি কিউয়ি টপ অর্ডার ব্য়র্থ। তবে বাঁ-হাতি ব্রুক হ্যালিডের ৮৬ রানের ইনিংস কিউয়িদের ১৫০ রানের গণ্ডি পার করে। কোনওক্রমে কিউয়িরা ২৩২ রান তুললেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। গোটা সিরিজ়েই তাঁর অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সিরিজ় সেরা নির্বাচিত হলেন দীপ্তি। ম্যাচ সেরা হন স্মৃতি মান্ধানা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মানরক্ষার ম্যাচ, ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে ওয়াংখেড়ের পিচ কেমন হবে?