মুম্বই: বেঙ্গালুরু ও পুণেতে পর পর দুই ম্যাচে হার। ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হেরে গিয়েছে ভারতীয় দল। মায়ানগরীতে তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) লড়াইটা কেবল সম্মানরক্ষার। সেই ম্যাচে কেমন হবে ওয়াংখেড়ে পিচ?
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারলেও, ভারতীয় দল কিন্তু এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে। তবে শীর্ষে টিম ইন্ডিয়ার ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। নিউজ়িল্যান্ডের কাছে সিরিজ হারের পর ভারতই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল। ভারতের প্রাপ্ত পয়েন্ট ৯৮। যদিও জয়ের শতকরা হার ৬৮.০৫ শতাংশ থেকে কমে ৬২.৮২ শতাংশ হয়ে গেল রোহিত শর্মাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া কার্যত ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ।
এমন পরিস্থিতিতে আরেকটি ম্যাচে পরাজয়, টেস্টের সেরা হওয়ার দৌড়ে ভারতের সুযোগ পাওয়ার বিষয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দেবে। তাই ওয়াংখেড়ের ম্যাচটা রোহিতদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ সাহসী এক সিদ্ধান্ত নিতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী বাকি দুই টেস্টের মতো স্পিন সহায়ক নয়, মুম্বইয়ের ২২ গজ হোক স্পোটিং, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এমনটাই চাইছে। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'এটা স্পোর্টিং পিচ হবে। এখন পিচে খানিকটা ঘাস রয়েছে। পিচটা ম্যাচের প্রথম দিন ব্যাটিং সহায়কই হবে। তবে দ্বিতীয় দিন থেকে স্পিনারদের সাহায্য করবে।'
ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে বিসিসিআইয়ের পিচ প্রস্তুতকারকদের চিফ আশিস ভৌমিক এবং এলিট প্যানেল কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ওয়াংখেড়ের পিচ প্রস্তুতকারক রমেশ মামুনকরের সঙ্গে দেখা করেন এবং পিচের বিষয়ে আলোচনা করেন।
এই মাঠে বছর তিনেক আগে শেষ টেস্টেও ভারত ও নিউজ়িল্যান্ডই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল ৩৭২ রানের বিরাট ব্যবধানে নিউজ়িল্যান্ডকে পরাজিত করে। দুই ইনিংসে ৬৭ ও ১৬২ রানে শেষ হয়ে গিয়েছিল কিউয়িদের দুই ইনিংস। ভারতীয় দল দুই ইনিংসে যথাক্রমে ৩২৫ ও ২৭৬ রান করেছিল। সেই ম্যাচেই আজাজ পটেল ১০টি উইকেট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েলকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বিরাট কোহলি!