দুবাই: ২০১০ সালে পথ চলা শুরু করেছিলেন। ২০২৫ এ এসে থামলেন। কেরিয়ার শুরু করেছিলেন এক প্রতিভাবান স্পিনার হিসেবে। বুধবার যখন ওয়ান ডে ফর্ম্য়াটকে বিদায় জানাচ্ছেন তখন স্টিভ স্মিথ বিশ্বের অন্য়তম সেরা একজন ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কামিন্স চোট পাওয়ায় স্মিথের ঘাড়েই দায়িত্ব বর্তেছিল দলকে সামলানোর। ভালভাবেই সামলাচ্ছিলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে এসে ছন্দপতন হয়। মঙ্গলবার ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এরপরের দিনই আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় আইকন স্টিভ স্মিথ। আর স্মিথের অবস খবর প্রকাশ্যে আসতেই সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট দেখা গিয়েছে। প্রচুর ভারতীয় ক্রিকেট সমর্থক এই নিয়ে পোস্ট করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া কী বলছে- - - 

 

১৭০ ওয়ান ডে ম্য়াচ খেলেছেন স্মিথ তাঁর কেরিয়ারের। মোট ৫৮০০ রান করেছেন ৪২.৩৮ গড়ে। এছাড়াও স্ট্রাইক রেট ছি ৮৬.৯৬। এই ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার জার্সিতে ১২তম সর্বাধিক রান সংগ্রাহক স্মিথ। নিজের ওয়ান ডে কেরিয়ারে ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন স্মিথ। ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ালেও টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলা চালিয়ে যাবেন তিনি।