নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল (Team India)। ৭ জুন থেকে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসতে চলেছে। সেই ফাইনালে ভারতীয় দল কেমন হবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা রয়েইছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে এক ভারতীয় তারকার ফাইনালে খেলা নিশ্চিত।


নিশ্চিত জায়গা


প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'প্রথমত তো অস্ট্রেলিয়াকে বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় জিতেছে, ইংল্যান্ডও জয় পয়েছে। তাই ওদের (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) না জেতার কোনও কারণ নেই। ভালভাবে ব্যাট করে ৩৫০-৪০০ রান করতে পারলেই জয়ের সুযোগ থাকবে। ওঁ (শুভমন গিল) গত ছয়-সাত মাস ধরে দুরন্ত ছন্দে রয়েছে। এর থেকে বেশি আর কীই বা করতে পারে? আমার মতে এখন (দলে) ওর জায়গা নিশ্চিত।'


বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুল ওপেন করেন বটে, তবে রাহুলকে খারাপ ফর্মের জন্য তৃতীয় টেস্টে বাদ দেওয়া হয়। সুযোগ পান শুভমন গিল (Shubman Gill)। তরুণ ভারতীয় ব্যাটার কিন্তু সুযোগটাকে দারুণভাবে কাজে লাগাতেও সক্ষম হয়েছেন। চতুর্থ টেস্টে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরানটি হাঁকান শুভমন।


স্পিনারদের প্রশংসা


সৌরভ গিলের পাশাপাশি ভারতের দুুই তারকা স্পিনার রবীন্দ্র জাডেজা ও আর অশ্বিনকেও প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, 'অশ্বিন এবং জাডেজা দারুণ পারফর্ম করেছে। অক্ষর পটেলকেও কিন্তু ভুলে গেলে চলবে না। ও নীচের দিকে ব্যাট করতে নেমে ভাল খেলেছে। বোলিং করার সুযোগ পেলেও কাউকে হতাশ করে না। অশ্বিন, জাডেজা, অক্ষরের মতো অলরাউন্ডার থাকাটাই তো ভারতীয় দলের শক্তি। জানি বাইরের মাঠে তিনজনকে একসঙ্গে খেলানো সম্ভব নয়, তবে সকলের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে।'


ছিটকে গেলেন শ্রেয়স


আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই এবার সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ (Ind vs Aus ODI Series) থেকে ছিটকে গেলেন তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রাক-সিরিজ সাংবাদিক সম্মেলনে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ (T.Dilip) শ্রেয়সের সিরিজ থেকে যাওয়ার খবরটি নিশ্চিত করেন।


শ্রেয়সের সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে দিলীপ বলেন, 'চোট আঘাত তো লেগেই থাকে, সবটাই খেলার অঙ্গ। তবে আমাদের মেডিক্যাল দল সর্বসেরা এবং চোট আঘাত সামাল দেওয়ার জন্য তাঁর সবসময় প্রস্তুত থাকেন। বর্তমানে (শ্রেয়সের চোটের বিষয়ে) আমাদের মেডিক্যাল দল ও এনসিএর মেডিক্যাল নিরন্তর যোগাযোগ রাখছে। তবে শ্রেয়স এই সিরিজে খেলতে পারবেন না। এই বিষয়ে আমরা আরও কিছু জানতে পারলে ঠিক জানানো হবে।'


আরও পড়ুন: ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের দস্তানা নিলামে তুললেন মার্তিনেজ