কলকাতা: প্রবল বর্ষণ। সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক জেলা (West Bengal Flood)। বাড়িঘরদোর জলের তলায়। খাবার, পানীয় জলের জন্য হাহাকার। কার্যত এক কাপড়ে বিনিদ্র রাত কাটাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। কিন্তু বাংলার এই বন্যা পরিস্থিতি দেখে উদ্বিগ্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। অসহায় মানুষের পাশে থাকতে পাঠালেন ত্রাণসামগ্রী।
সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের (SGF) তরফে ত্রাণসামগ্রী নিয়ে দুটি দল হাজির হয়েছে রাজ্যের দুই প্রান্তে। একটি দল গিয়েছে হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায়। আর একটি দল ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। দুই দলের সঙ্গেই রয়েছে শুকনো খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, ত্রিপল, স্যানিটারি ন্যাপকিন, নতুন ও পুরনো পোশাক ইত্যাদি জরুরি দ্রব্য।
সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে বাণীব্রত ভট্টাচার্য গিয়েছেন হুগলি ও হাওড়ার বন্যাকবলিত এলাকায়। এবিপি আনন্দকে জানালেন, মুণ্ডেশ্বরী নদী ফুঁসছে। এখনও জলের তলায় বিরাট এলাকা। বলছিলেন, 'আমরা শুকনো খাবার, ওষুধ, পানীয় জল, রান্না করা খাবার, ত্রিপল সহ প্রচুর প্রয়োজনীয় সামগ্রী বিলি করছি। নৌকা করে যাতায়াত করতে হচ্ছে। পরিস্থিতি খুবই সঙ্গিন। অসহায় এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়ে মানুষ খুশি।'
শান্তনু ভট্টাচার্য গিয়েছেন ঝাড়গ্রাম, মেদিনীপুর এলাকায়। সেখানে জল কিছুটা নেমেছে। বিপর্যস্ত মানুষের তালিকা বানিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন তাঁরা।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, এই বিরূপ সময়ে মানুষের পাশে সাধ্য মতো থাকার চেষ্টা করছেন। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে কয়েকটি এনজিও-র সঙ্গেও গাঁটছড়া বেঁধেছেন।
এর আগে করোনাকালেও একাধিক মানবিক উদ্যোগ নিয়েছিলেন জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। লকডাউন পরিস্থিতিতে নিখরচায় করোনার টিকাকরণ, চাল ও খাদ্যসামগ্রী বিলি করেছিলেন। ক্যানসার আক্রান্ত দুঃস্থদের পাশে থাকার অঙ্গীকারও নিয়েছেন। মঙ্গলবার যে খবর প্রথম জানিয়েছিল এবিপি আনন্দই।
আরও পড়ুন: সেঞ্চুরির পুরস্কার পেলেন পন্থ, প্রথম দশের বাইরে কোহলি, আইসিসি-র তালিকায় কে কোথায়?
ক্রিকেট খেলার সময় ব্যাট বা বল হাতে কিংবা অধিনায়ক হিসাবে তুখোড় চালে প্রতিপক্ষকে মাত করে গোটা দেশের মানুষকে আনন্দ দিয়েছেন। বাইশ গজ থেকে বিদায় নেওয়ার পরেও মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।