বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের দল থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর। তাঁদের পরিবর্তে দলে ঢুকেছেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। অন্য়দিকে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। 

দুজন স্পিনারকে সুযোগ দেওয়া হলেও ভারতীয় একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বার্মিংহ্যামে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপক কেন খেলানো হল না, তা প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর। এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন সৌরভ। বুধবার সৌরভ বলেন, ''আমি নিশ্চিত নই যে ভারত কী তাঁদের দলের সেরা দুজন স্পিনারকে আদৌ খেলাচ্ছে কি না, তা নিয়ে। ইংল্য়ান্ড প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের জন্য সবচেয়ে সুবিধের যে বোর্ডে প্রচুর রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে।''

সৌরভের সুরেই সুর মেলালেন গাওস্করও। লিটল মাস্টার বলছেন, ''কুলদীপকে একাদশে না দেখে কিছুটা অবাকই হয়েছি। এখানে পিচ যেমন, প্রত্যেকেই বলছেন যে বাড়তি টার্ন রয়েছে।''

বার্মিংহ্যাম টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে কে এল রাহুল ২ রান করে আউট হন। করুণ নায়ার ভাল শুরু করেও ৩১ রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে গিল শতরান হাঁকিয়েছেন। লিডসেও তাঁর ব্যাটে সেঞ্চুরি এসেছিল। তিনি ১১৪ রান করে অপরাজিত রয়েছেন প্রথম দিনের শেষে। তাঁর সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা। 

এদিকে বার্মিংহ্যামে টেস্ট দেখতে সৌরভের সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও । বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্ট চলছিল কলকাতায় । উদ্বোধনে, ফাইনালে হাজির ছিলেন সৌরভ । সেই টুর্নামেন্ট শেষ হতেই বিলেতে পাড়ি দিয়েছেন সৌরভ। কন্যা সানা এখন লন্ডনেই থাকেন। সেখানেই চাকরি করেন। মেয়ের কাছে মাঝে-মধ্যেই যান সৌরভ ও ডোনা। সৌরভ বলেন,''আমি যখন ইংল্যান্ডে অধিনায়ক হিসাবে এসেছিলাম, ততদিনে অধিনায়ক হিসাবে ২-৩ বছর খেলে ফেলেছিলাম। আর শুভমন অধিনায়ক হিসাবে প্রথম সিরিজই খেলছে ইংল্যান্ডে। ফলে দুজনের পরিস্থিতি আলাদা।''

বার্মিংহামে দুই স্পিনার নিয়ে নেমেছে ভারত । রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর । সৌরভ মনে করিয়ে দিয়েছেন, তাঁর হাতে বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার ছিলেন । বলেছেন, 'আমার হাতে ছিল অনিল কুম্বলে ও হরভজন সিংহ । বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার । ওদের শুরুর দিকে রান আটকানোর কাজেও ব্যবহার করতে পারতাম । আবার ম্যাচ এগনোর সঙ্গে সঙ্গে ওদের উইকেট তোলার কাজেও ব্যবহার করতাম।''