কলকাতা: ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), আজ ৮ জুলাই ৫১-এ পা দিলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসকের দায়িত্বও সামলেছেন সৌরভ। সিএবি সভাপতির পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। ক্রিকেট প্রশাসক হিসাবে সৌরভ যে দক্ষ, তা নিয়ে প্রশ্ন নেই।
ক্রিকেটার হিসাবেও তাঁর দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে যা প্রমাণ করে দেয়, সৌরভকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়।
তিনি ৩০৬ ম্যাচ খেলে ভারতীয় হিসাবে ওয়ান ডেতে চতুর্থ সর্বাধিক ১১২২১ রান করেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রান করার পাশাপাশি ১০০-র অধিক উইকেট নিয়েছেন এবং ১০০-র বেশি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। সৌরভ ছাড়া বিশ্বক্রিকেটে আর মাত্র চার ক্রিকেটারের দখলে এই কৃতিত্ব রয়েছে।
লর্ডসে ১৯৯৬ সালে অভিষেক টেস্টে সৌরভের শতরান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে তরুণ এক ক্রিকেটারের উত্থানের সাক্ষী থেকেছিল 'হোম অফ ক্রিকেট'। তবে নিজের শেষ টেস্ট ইনিংসে প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। একমাত্র ক্রিকেটার হিসাবে প্রথম টেস্ট ইনিংসে শতরান করার পর শেষ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন সৌরভ।
একেবারে জুনিয়র স্তরের ক্রিকেট থেকে সৌরভ ও সচিন একসঙ্গে খেলে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের পার্টনারশিপ ইতিহাস গড়েছে। ওয়ান ডেতে সৌরভ ও সচিনের ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান কোনও ওপেনিং জুটির সর্বকালের সর্বাধিক।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভের খেলা ১১৭ রানের ইনিংসই কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। তিনিই আবার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান হাঁকিয়েছিলেন।
একমাত্র ক্রিকেটার হিসাবে নাগাড়ে চার ওয়ান ডে ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার জেতার কৃতিত্ব রয়েছে সৌরভের দখলে।
পাশাপাশি বিশ্বকাপেও সৌরভের খেলা ১৮৩ রানের ইনিংস (শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৯ সালের বিশ্বকাপে) কোনও ভারতীয় ব্যাটারের বিশ্বকাপে খেলা সর্বোচ্চ রানের ইনিংস।
ওয়ান ডে ক্রিকেটেও আর কোনও ভারতীয় বাঁ-হাতি ব্যাটারের সৌরভের থেকে অধিক শতরান (২২) করার কৃতিত্ব নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?