নয়াদিল্লি: দুরন্ত আইপিএলের পর অনেকেই মনে করেছিলেন আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা পাবেন কলকাতা নাইট রাইডার্স তারকা রিঙ্কু সিংহ (Rinku Singh)। একাধিক রিপোর্টে রিঙ্কু জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বলে দাবিও করা হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি রিঙ্কু। তবে শোনা যাচ্ছে তিনি শ্রীঘ্রই নাকি জাতীয় দলে ডাক পেতে চলেছেন।


ক্যারিবিয়ান সফরের পরেই অগাস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতীয় দলে রিঙ্কু সিংহ ডাক পেতে চলেছেন বলেই খবর। এক বিসিসিআই সূত্র জানান, 'রিঙ্কুসমেত আইপিএলে ভাল পারফর্ম করা আরও অনেক খেলোয়াড় আয়ারল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে রওনা দেবেন। কারণ নির্বাচক কমিটি একসঙ্গে সকলকে খেলিয়ে দেখতে আগ্রহী নয়। ভারতীয় ওয়ান ডে দলের অন্তত সাতজন ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। ওরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। অগাস্টেরই শেষের দিকে ওদের এশিয়া কাপে অংশগ্রহণ করতে দেখা যাবে।'


রিঙ্কু সিংহের পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজে রুতুরাজ গায়কোয়াড়কেও খেলতে দেখা যাবে বলে খবর। সামনেই আবার এশিয়ান কাপও আসছে। তাই নির্বাচক কমিটি ধীরে ধীরে সকলকে সুযোগ দিতে আগ্রহী। তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখে নেওয়ার জন্য নাকি বোর্ডকে আরও বেশি পরিমাণে 'এ' ট্যুরও আয়োজন করার অনুুরোধও করা হয়েছে নির্বাচক কমিটির তরফে।


প্রসঙ্গত, এতদিন ধরে ভারতীয় মহিলা ও পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা শোনা গেলেও, তাতে আজই সিলমোহর পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠক আনুষ্ঠানিকভাবে টিম ইন্ডিয়ার অংশগ্রহণ করা নিশ্চিত করা হয়। তবে এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে বিরাট কোহলি, রোহিত শর্মা-সমৃদ্ধ শক্তিশালী প্রথম সারির দল নয়, খেলবে দ্বিতীয় সারির দল। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুরুষদের ক্রিকেটে সুযোগ পেতে পারেন জুনিয়ররা। তবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলাদের ক্রিকেটে ভারতের সেরা দলই অংশ নেবে। ঠাসা সূচিতে সময় বের করাটা কঠিন হলেও, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই শেষমেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?