সন্দীপ সরকার, কলকাতা: দুর্গাপুজোর বোধনের দিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় দাদাগিরি? মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)?
২৮ সেপ্টেম্বরের দিকে হা পিত্যেশ করে চেয়ে রয়েছে আম বাঙালি। সেদিনই খাতায় কলমে শারোদোৎসবের শুরু। দুর্গাপুজোর মহাষষ্ঠী। সকালে নবপত্রিকা স্নান করিয়ে হয় দেবীর বোধন। মহালয়ার পর থেকেই যদিও ইদানীং দুর্গাপুজোর আমেজে মেতে ওঠে বাঙালি, রাস্তায় জনপ্লাবন শুরু হয়ে যায়। তবু, বাঙালি ঐতিহ্য মেনে ষষ্ঠীতেই শুরু হয় দশভূজার আরাধনা।
আর সেদিনই কি না ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (BCCI AGM)। মুম্বইয়ে যে সভায় ঠিক হবে, আগামী তিন বছর (যদি না মাঝে ক্রীড়া প্রশাসন আইন কার্যকর হওয়ায় নতুন কোনও সমীকরণ তৈরি না হয়) ভারতীয় ক্রিকেট চালাবেন কে এবং কারা? ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির মেয়াদ শেষ হয়েছে। সত্তর বছর পূর্ণ হওয়ায় লোঢা কমিটির সুপারিশ মেনে সরে দাঁড়িয়েছেন বিনি। নতুন প্রেসিডেন্ট কে হবেন, সচিব থেকে শুরু করে কোষাধ্যক্ষ, অন্যান্য পদে কারা থাকবেন, সব কিছুই নির্ধারিত হবে ২৮ সেপ্টেম্বরের সভায়।
যে সভায় সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি-তে অ্যাপেক্স কাউন্সিলের এমার্জেন্ট মিটিং ডেকে সৌরভের নাম চূড়ান্ত করা হয়ে গিয়েছে। ২৮ সেপ্টেম্বর ভারতীয় বোর্ডের সভায় দাদার উপস্থিতি তাই নিশ্চিত।
সিএবি-র বিদায়ী প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বললেন, 'আমাদের বার্ষিক সাধারণ সভা রয়েছে ২২ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ইলেক্টোরাল অফিসার সব কিছু পরিচালনা করছেন। অ্যাপেক্স কাউন্সিলের শেষ বৈঠকও হয়ে গিয়েছিল। কিন্তু ৬ সেপ্টেম্বর বোর্ডের ই-মেল আসে। সেখানে বলা হয়, মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিএবি-র প্রতিনিধিত্ব কে করবে, ১২ সেপ্টেম্বরের মধ্যে তা জানাতে হবে। আমরা সে জন্য ইলেক্টোরাল অফিসারের বিশেষ অনুমতি নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের এমার্জেন্ট মিটিং ডেকেছিলাম। একটাই আলোচ্যসূচি ছিল। বোর্ডের এজিএমে সিএবি থেকে কে যাবে। সৌরভের নাম চূড়ান্ত হয়েছে। ওই বোর্ডের এজিএমে সিএবি-র প্রতিনিধিত্ব করবে।'
স্নেহাশিস আরও বললেন, 'আমি কুলিং অফে যাচ্ছি। সিএবি-র পদে থাকছি না। ফলে বোর্ডের বৈঠকে যাওয়ার অর্থ হয় না। যদি আমাদের এজিএমের আগে বোর্ডের বার্ষিক সাধারণ সভা হতো, তা হলে আমি যেতাম। কিন্তু যখন আমাদের নতুন কমিটি তৈরি হয়ে যাবে আর সেখানে আমি থাকব না, কুলিং অফে যাব, তাই বোর্ডের এজিএমে আমার থাকার মানে হয় না। সৌরভের নামেই তাই সিলমোহর পড়েছে। বোর্ডকে জানিয়েও দেওয়া হয়েছে।' এনসিসি সদস্য হিসাবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় থাকার কথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য তথা প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ারও।
শারোদোৎসবের বোধনের দিনই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বাণিজ্যনগরী মুম্বইয়ের দিকে। যেখানে সেদিন নির্ধারিত হবে ভারতীয় ক্রিকেট প্রশাসনের রূপরেখা। বাংলার জন্য কি আরও বড় কোনও প্রাপ্তি অপেক্ষা করে রয়েছে সেই বৈঠকে?