নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যতদূর পূর্বাভাস মিলছে এই মেগা টুর্নামেন্ট দিয়েই ভারতীয় ক্রিকেটে (Indian Cricker Team) দ্রাবিড় জমানার অবসন ঘটতে চলেছে। বিশ্বকাপের পরেই কোচ হিসাবে তাঁর মেয়াদ ফুরোচ্ছে। রাহুল দ্রাবিড় না কি আর কোচের দায়িত্ব পালন করতে আগ্রহী নন। শোনা যাচ্ছে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। এইসবের মাঝেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এক পোস্ট ঘিরে শোরগোল। 


সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কোচ সম্পর্কে কথা বলতে গিয়ে লেখেন, 'একজনের জীবনে কোচের গুরুত্ব, তাদের তত্ত্বাবধান, ট্রেনিং যে তার ভবিষ্যৎ গড়ে, সেটা মাঠের ভিতরে হোক বা বাইরে। তাই কোচ এবং সংস্থাকে ভেবেচিন্তে বাছাই করা উচিত।' তাঁর এই পোস্টে নেটিজেনরা নিজেদের মন্তব্য ব্যক্ত করেন। অনেকেই মনে করছেন সৌরভের এই পোস্ট গ্রেগ চ্যাপেল জমানার কথা মাথায় রেখে করা। আবার অনেকে মনে করছেন সৌরভ সম্ভবত কোচ হিসাবে গম্ভীরের নিয়োগের স্বপক্ষে নন।


 






গ্রেগ চ্যাপেল জমানায় ঠিক কী হয়েছিল, তা এখনও সব ভারতবাসীর কাছে অজানা নয়। গ্রেগ চ্যাপেলকে কোচ হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে সৌরভের ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুইজনের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে সৌরভ প্রথমে অধিনায়কত্ব হারান এবং তারপর দল থেকেও বাদ পড়েন।


 



 



 



 



 



 


অপরদিকে, গম্ভীরের সঙ্গে সৌরভের কোনও মতবিরোধ রয়েছে বলে অন্তত প্রকাশ্যে জানা নেই। গম্ভীর কোনদিন কোচ হিসাবে দলের দায়িত্ব না নিলেও মেন্টর হিসাবে লখনউকে দুইবার আইপিএলের প্লে-অফে তুলেছেন। কেকেআরও তাঁর তত্ত্বাবধানেই এবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু অতীতে গম্ভীরের আচরণ শিরোনাম কেড়েছে। তাই নিশ্চিতভাবে সৌরভ কী হিসাবে এই পোস্ট করেছেন তা নিয়ে বলা যাবে না।     


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নাশকতার ছক!