মুম্বই: ভারতের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তার আগে টেস্ট স্কোয়াড ঘোষণা করে ফেলল প্রোটিয়া শিবির। দলে সবচেয়ে বড় চমক হতে চলেছে ক্যাপ্টেন তেম্বা বাভুমা। চোট সারিয়ে দলে ফিরেছেন তেম্বা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তেম্বা বাভুমার নেতৃত্বেই খেতাব জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
গত পাকিস্তান টেস্ট সিরিজে তেম্বা খেলেননি চোটের জন্য। কাফ মাসলের চোট সারিয়ে উঠেছেন দ্রুত বাভুমা। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট আয়োজিত হতে চলেছে গুয়াহাটিতে। সেখানকার ACA স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ২ দল আগামী ২২ নভেম্বর থেকে
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বস, ডেওয়াল্ড ব্রেভিস, টনি দে জর্জি, জুবেইর হামজা, শিমন হারমার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, কাগিসো রাবাডা, রিয়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে
এই ফর্ম্য়াটে পাকিস্তানের বিরুদ্ধে সব ফর্ম্য়াটের সিরিজ খেলতে সে দেশেই রয়েছে। সেখান থেকেই ভারতের মাটিতে পা রাখবে তারা। ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের বিরুদ্ধে তিনটি ম্য়াচও খেলবে প্রোটিয়া শিবির।
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর প্রোটিয়া শিবিরের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে তাঁদের। কিন্তু ভারতের মাটিতে ভাল কিছু করার উদ্যোগ নিয়েই পা রাখবে তেম্বা শিবির। তবে এ দেশে রেকর্ড কিন্তু একেবারেই ভাল নয় প্রোটিয়া বাহিনীর। এখনও পর্যন্ত ভারতের মাটিতে মোট ১৯টি টেস্ট খেলতে নেমে মাত্র ৪টি ম্য়াচে জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ১৩টি ম্য়াচে হার ও দুটো ম্যাচে ড্র করেছে তারা।
ড্রেসিংরুমে জ্ঞান হারান শ্রেয়স
শ্রেয়সের সঙ্গে সবসময় রয়েছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। আপাতত ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটের সহ অধিনায়ককে সাতদিন হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। মাঠে গুরুতর চোট পাওযার পর সাজঘরে যখন ফিজিওর সঙ্গে ফিরে আসেন শ্রেয়স, এরপরই জ্ঞান হারিয়েছিলেন তিনি। জানা গিয়েছে রক্তচাপ অনেক কমে গিয়েছিল মুম্বই ক্রিকেটারের। শ্রেয়সের বোনের দ্রুত যাওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এমনকী তারকা ক্রিকেটারের বাবা-মাও ভিসা সমস্যা মিটিয়ে ছেলের কাছে পৌঁছােবেন দ্রুত। এই বিষয় বিসিসিআই পুরোটা দেখছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সূত্রে জানা গিয়েছে, মাটিতে আচমকা আছাড় খাওয়ার ফলেই রক্তক্ষরণ হয়েছে শ্রেয়সের।