মুম্বই: দুর্দান্ত একটা ক্যাচ লুফেছিলেন সিডনিতে। কিন্তু সেই ক্য়াচ ধরতে গিয়ে যে এমন বিপদের মুখে পড়বেন কে জানত। হর্ষিত রানার বলে অ্য়ালেক্স ক্যারির ক্যাচ ধরেছিলেন। সেই সময়ই গুরুতর চোট পান। দ্রুত তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সিডনিতে এক হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন ডানহাতি এই ব্যাটার। রক্তক্ষরণ হচ্ছিল ক্রমাগত। কিন্তু বর্তমানে স্থিতিশীল রয়েছেন শ্রেয়স। তবে সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমেও না কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শ্রেয়স।
উল্লেখ্য, শ্রেয়সের সঙ্গে সবসময় রয়েছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। আপাতত ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটের সহ অধিনায়ককে সাতদিন হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। মাঠে গুরুতর চোট পাওযার পর সাজঘরে যখন ফিজিওর সঙ্গে ফিরে আসেন শ্রেয়স, এরপরই জ্ঞান হারিয়েছিলেন তিনি। জানা গিয়েছে রক্তচাপ অনেক কমে গিয়েছিল মুম্বই ক্রিকেটারের। শ্রেয়সের বোনের দ্রুত যাওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এমনকী তারকা ক্রিকেটারের বাবা-মাও ভিসা সমস্যা মিটিয়ে ছেলের কাছে পৌঁছােবেন দ্রুত। এই বিষয় বিসিসিআই পুরোটা দেখছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সূত্রে জানা গিয়েছে, মাটিতে আচমকা আছাড় খাওয়ার ফলেই রক্তক্ষরণ হয়েছে শ্রেয়সের।
আপাতত যা পরিস্থিতি শ্রেয়স কিছুটা সুস্থ হলেও তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ডানহাতি ব্যাটারকে দেখার সম্ভাবনা খুবই কম। বাড়িতে ফিরলে পুরোপুরি বিশ্রামের পরামর্শই দেওয়া হবে শ্রেয়সকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে লিখেছে, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁদিকের পাঁজরের নীচের দিকে চোট পান শ্রেয়স আইয়ার । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আরও পর্যবেক্ষণের জন্য । স্ক্যান করে দেখা গিয়েছে তাঁর প্লীহায় চোট লেগেছে এবং সেখানে ছিদ্র হয়েছে। ওঁর চিকিৎসা চলছে । স্বাস্থ্যের দিক থেকে উনি স্থিতিশীল । সিডনি এবং ভারত - দুই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোট পর্যবেক্ষণ করছে । শ্রেয়সের চিকিৎসার দৈনন্দিন দেখাশোনার জন্য ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই থেকে গিয়েছেন।' উল্লেখ্য, অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় শ্রেয়স ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাঁদিকের পাঁজরে গুরুতর আঘাত লাগে । অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৪তম ওভার চলছিল । শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স । হর্ষিত রানার একটি বল আলেক্স ক্যারির ব্যাটের কানায় লেগে উঠে যায় । পিছনে ছুটতে ছুটতে তিনি ক্যাচটি ধরেও ফেলেন। তবে টাল সামলাতে না পেরে খারাপ ভাবে মাটিতে পড়েন।