গুয়াহাটি: আদৌ কি দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা  (Kagiso Rabada) দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন? গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাবাডাকে কি একাদশে দেখা যাবে? এমনকী কলকাতা টেস্টের নায়ক সিমন হার্মারকেও কি আদৌ পাওয়া যাবে দ্বিতীয় টেস্টে? দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বোলিং কোচ পিয়েত বোথা দলের দুই তারকা বোলারকে নিয়ে মুখ খুললেন। 

Continues below advertisement

কলকাতা টেস্টে চোটের জন্য ছিলেন না দলে। ট্রেনিংয়ে হাড়ে চোট পেয়েছিলেন। ইডেন টেস্টে প্রথম একাদশে না থাকলেও দলে ছিলেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হতে চলা দ্বিতীয় টেস্টের প্রোটিয়া স্কোয়াডেও রাবাডা রয়েছেন। অন্য়দিকে হার্মার কাঁধে চোট পেয়েছিলেন কলকাতা টেস্টে। তবে বোলিং কোচ জানিয়ে দিচ্ছেন যে হার্মারের কোনও সমস্যা নেই। সেক্ষেত্রে তিনি খেলছেন প্রথম একাদশে। তবে রাবাডাকে নিয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। বোথা বলছেন, ''সিমন হার্মারের চোট নিয়ে কোনও সমস্য়া নেই। ওঁর কাঁধ একদম ঠিক আছে। যদি বল শুরু থেকেই ঘুরতে শুরু করে গুয়াহাটিতেও, তাহলে হার্মার ফের একবার ভয়ঙ্কর হয়ে উঠবে। তবে আমরা রাবাডাকে পর্যবেক্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টা পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।''

Continues below advertisement

গিল কি আদৌ খেলবেন?

গিল দলের সঙ্গে গুয়াহাটি সফর করলেও রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের মেডিক্যাল দল মনে করছে তিনি এখনও ফিট নন। গিল চাইলেও তাঁকে গুয়াহাটির নেটে অনুশীলনও করানো হয়নি বলে খবর। তাঁকে নিয়ে ভারত ধীরে চল নীতি নিতেই আগ্রহী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, 'গিল দ্রুত সেরে উঠছেন। তবে শুক্রবার সকালে ফিটনেস টেস্টের পর বাকি সব দেখা যাবে। যদিও ও পুরো সেরে ওঠেও, আমরা নিশ্চিত হতে চাই যাতে ম্য়াচে ফের কিছু না হয় গিলের। তবে ওর যদি মনে হয় পুরো সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে ওরআমাদের কাছে সেরা বিকল্প রয়েছে।'

কিন্তু গিল যদি না খেলেন, কে খেলবেন ৪ নম্বর পজিশনে? কোটাক বলছেন, 'শুভমন যদি খেলতে না পারে, তাহলে ধ্রুব জুড়েল চার নম্বর পজিশনে খেলবে।' গিলের অনুপস্থিতিতে কে খেলবেন? রিপোর্ট অনুযায়ী গিলের বদলে ফের একবার ভারতীয় একাদশে ফিরতে পারেন বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন। গত টেস্টের আগে নীতীশ কুমার রেড্ডিকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তাঁকে গিলের চোট সংশয়ের ফলে আবারও ডেকে নেওয়া হয়েছে। খবর সত্যি হলে তিনি অক্ষর পটেলের বদলে একাদশে খেলতে পারেন।