গুয়াহাটি: ইডেন টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ গোটা ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দলকে কিন্তু হারতেই হয়েছিল। সেই হারের ধাক্কা ভুলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দ্বিতীয় টেস্টে কামব্যাকের আশায় টিম ইন্ডিয়া। এই লক্ষ্যে যশপ্রীত বুমরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছেন। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেই কিন্তু বুমরা বিশেষ তালিকায় নাম লেখাতে পারেন।

Continues below advertisement

ভারতীয় ফাস্ট বোলিংয়ের নেতা হিসাবে গণ্য করা হয় যশপ্রীত বুমরাকে। তিনি যদি গুয়াহাটিতে আর পাঁচটি উইকেট নেন, তাহলেই এক বিশেষ তালিকায় সামিল হয়ে যাবেন বুমরা। বুমরা এখনও পর্যন্ত ৫১টি টেস্ট ম্যাচের ৯৭টি ইনিংসে ১৯.৫৪ গড়ে ২৩২টি উইকেট উইকেট নিয়েছেন। ১৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। গুয়াহাটিতে ইনিংসে প্রয়োজন নেই, গোটা ম্যাচে পাঁচ উইকেট নিতে পারলেই বুমরা জভগাল শ্রীনাথকে পিছনে ফেলে টেস্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারি প্রথম দশজনের মধ্যে জায়গা করে নেবেন। 

গুয়াহাটির পিচে বর্তমানে সবুজে মোড়া। তবে ম্যাচের আগে তা কাটা হবে বলে ধরে নেওয়াই যায়। তবে ভারতের নবতম টেস্ট ভেন্যুতে বল স্পিন হওয়ার পাশাপাশি বল বাউন্সও করবে বলে পূর্বাভাস। সেক্ষেত্রে বুমরার পক্ষে পাঁচ উইকেট নেওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। এই টেস্টে কিন্তু বুমরা খেললেও ভারতীয় একাদশে জোড়ো বদল হতে পারে বলেই শোনা যাচ্ছে।   

Continues below advertisement

হাসপাতালে ভর্তি থেকে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংস মিস করার পরেও তিনি যখন ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটি সফর করেছিলেন, তখন ভারতীয় সমর্থকদের মনে সামান্য হলেও আশা ছিল। তবে সময় যত এগোচ্ছে ততোই মোটামুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুভমন গিলের না খেলা নিশ্চিত হয়ে যাচ্ছে।

গিল দলের সঙ্গে গুয়াহাটি সফর করলেও রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের মেডিক্যাল দল মনে করছে তিনি এখনও ফিট নন। গিল চাইলেও তাঁকে গুয়াহাটির নেটে অনুশীলনও করানো হয়নি বলে খবর। তাঁকে নিয়ে ভারত ধীরে চল নীতি নিতেই আগ্রহী। বৃহস্পতিবার  সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, 'গিল দ্রুত সেরে উঠছেন। তবে শুক্রবার সকালে ফিটনেস টেস্টের পর বাকি সব দেখা যাবে। যদিও ও পুরো সেরে ওঠেও, আমরা নিশ্চিত হতে চাই যাতে ম্য়াচে ফের কিছু না হয় গিলের। তবে ওর যদি মনে হয় পুরো সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে ওর। আমাদের কাছে সেরা বিকল্প রয়েছে।'