কটক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (One Day Match) ম্য়াচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টানা অফফর্ম, চূড়ান্ত সমালোচনা সব কিছুর জবাব দিয়েছেন ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এমনকী এই ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরকেও টেক্কা দিলেন হিটম্যান। ভারতের ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে গেলেন ভারত অধিনায়ক।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমে সবচেয়ে বেশি রান রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি ৩২১ ম্য়াচে ১৫.৭৫৮ রান করেছেন মোট। তালিকায় রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে এলেন কটক ম্য়াচের পর। ৩৪৩ ম্য়াচে ১৫,৪০৪ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৬ ম্য়াচে ১৫,৩৩৫ রান। লিটল মাস্টার সুনীল গাওস্কর ওপেনার হিসেবে ২০২ ম্য়াচ খেলে ১২,২৫৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন শিখর ধবন। ২৬৮ ম্য়াচে ১০,৮৬৭ রান করেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার।

রবিবার রোহিত সেঞ্চুরি পূরণ করেন আদিল রশিদকে ছক্কা হাঁকিয়েই। অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে। আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ''এখানে ব্যাটিং খুব উপভোগ করেছি । দলের জন্য রান পেলাম । সিরিজ সরু সুতোয় ঝুলছিল । গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমি কীভাবে ব্যাট করতে চেয়েছিলাম, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা হয়েছে। টি-২০ ক্রিকেটের চেয়ে এই ফর্ম্যাট অনেকটাই লম্বা। টেস্ট ক্রিকেটের চেয়ে আবার অনেক সংক্ষিপ্ত ফর্ম্যাট। তবু পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয়। আমি মনোনিবেশ করতে চেয়েছিলাম।"