কলম্বো: ২২ গজ এর আগে দেখেছে দুই ভাইয়ের জুটি। ইরফান পাঠান-ইউসুফ পাঠান। কামরান আকমল-উমর আকমল থেকে এখনের হার্দিক পাণ্ড্য -ক্রুণাল পাণ্ড্য। তবে এমনটা বোধহয় প্রথমবার। দেশের জার্সিতে প্রথমবার একসঙ্গে ছেলছেন কাকা-ভাইপো জুটি। শ্রীলঙ্কা-আফগানিস্তান কলম্বো টেস্টে ব্যাট হাতে শতরানের ওপর পার্টনারশিপ গড়লেন ইব্রাহিম জাদরান ও নুর আলি জাদরান জুটি৷ ২২ বছরের ইব্রাহিম ৩৫ বছরের নুর আলির ভাইপো। দুজনে মিলে ১০০ রানের বেশি পার্টনারশিপ গড়েন।


শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলছে আফগানিস্তান। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩৯ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নেয় শ্রীলঙ্কা। ২৪১ রানের লিড নেয় দ্বীপরাষ্ট্রটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ইব্রাহিম ও নুর মিলে ১০৬ রান যোগ করেন বোর্ডে। ৪৭ রান করে নুর আউট হলেও শতরান হাঁকান ইব্রাহিম। দিনের শেষে ১০১ রানে অপরাজিত রয়েছেন আফগান ওপেনার। উল্লেখ্য, নুর ২০০৯ সালে জাতীয় দলে যোগ দিলেও এই প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। 


তৃতীয় টেস্টেও কি নেই বিরাট


তৃতীয় টেস্টেও খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে? সূত্র মারফৎ জানা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কোহলির। এর মধ্য়েই এবি ডিভিলিয়ার্স এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি, তাই প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কিং কোহলির। 


উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি কার্যত পরিষ্কার হয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্বাচকেরা কোহলির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছে না বিসিসিআই ও টিম ম্য়ানেজমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, ''পরিবার সবার আগে, তাই বিরাটকে কোনও বিষয় নিয়ে জোর করা হবে না। ও যেদিন থেকে দলে যোগ দিতে চাইবে, সেই সময় ওকে দেওয়া হবে।''


এদিকে, বিরাট যে আবার বাবা হতে চলেছেন, গতকাল সেই জল্পনার অবসান ঘটিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ও বিরাটের একসময়ের আরসিবি দলের সতীর্থ এবি ডিভিলিয়ার্স। ম্যাচ থেকে আপাতত বিরতি নিয়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এ বি ডিভিলিয়ার্স।