বিশাখাপত্তনম: ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে। তবুও তৃতীয় দিনের শেষে ভারতীয় শিবির পুরোপুরি স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারবে না। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়ে ভারত বোর্ডে দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ রান যোগ করেছিল বিশাখাপত্তনম টেস্টে। শতরান হাঁকিয়েছিলেন শুভমন গিল। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে দ্রুত ৬৭ রান বোর্ডে তুলে ফেলেছে। এখনও খেলার ২ দিন বাকি। ইংল্যান্ডের ম্য়াচ জিততে চাই আরও ৩৩২ রান। অন্য়দিকে বুমরা, মুকেশ, কুলদীপ, অশ্বিনদের পাখির চোখ আর ৯ উইকেট। 


চা পানের বিরতির পর ভরতের উইকেট প্রথম হারায় ভারত। রেহান আহমেদের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান উইকেট কিপার ব্য়াটার। এরপর কুলদীপও দ্রুত ফেরেন কোনও রান না করেই। বুমরা খাতা না খুললেও অশ্বিনের সঙ্গে ছোট্ট ও গুরুত্বপূর্ণ ২৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে তিনিও হার্টলির শিকার হন। শেষ পর্যন্ত অশ্বিন ২৯ রান করে রেহান আহমেদের বলে ক্যাচ আউট হতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। বাজবল থিয়োরি যে ইংল্যান্ড ক্রিকেটারদের মানসিকতায় অনেক বদল এনে দিয়েছে, তাঁদের ব্যাটিং দেখলেই বোঝা যায়। বেন ডাকেট ২৭ বলে ২৮ রানের দ্রুতগতির একটি ইনিংস খেলে অশ্বিনের বলে আউট হন যদিও। দিনের শেষ জ্যাক ক্রলি ২৯ ও তাঁর সঙ্গে রেহান আহমেদ ৯ রান করে ক্রিজে আছেন।


এর আগে, মধ্যাহ্নভোজের বিরতিতে অর্ধশতরান হাঁকিয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। মধ্য়াহ্নভোজের বিরতির পর শ্রেয়স আইয়ারের উইকেট হারায় ভারত প্রথম। ক্রিজে সেট হয়েও ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শ্রেয়স। হার্টলির বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দুর্দান্ত ক্যাচ ধরেন ইংল্যান্ড অধিনায়ক। এরপর রজত পাতিদারও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯ রান করে রেহান আহমেদের বলে আউট হন তিনি। এরপর অক্ষর পটেলের সঙ্গে জুটি বাঁধেন গিল। ১৪৭ বলে ১০৪ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান গিল। শতরান হাঁকানোর পরই শোয়েব বসিরের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল। অক্ষর পটেল ৪৩ রান করে আউট হন। 


এদিকে, ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন জো রুট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান গিলের ক্যাচ ধরতে গিয়ে। ইংল্যান্ড দলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে,  ''তৃতীয় দিনের প্রথম সেশনে স্লিপে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন জো রুট। এতে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি চোট পেয়েছেন। ইংল্যান্ডের চিকিৎসক দল তাঁকে চিকিৎসার জন্য আপাতত মাঠের বাইরে রাখবেন। তাঁকে বরফ দেওয়া হচ্ছে। এই পর্যায়ে, তিনি কখন মাঠে ফিরবেন, তার কোনও ইঙ্গিত নেই।''