গল: টেস্ট ক্রিকেটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সিডনি টেস্টে ১ রানের জন্য মিস করে গিয়েছিলেন। এবার গল টেস্টে ১ রান পূরণ করতেই সেই লক্ষ্যপূরণ করে ফেললেন। টেস্টে ১০ হাজার রান পূরণ করে ফেলেছেন অজি তারকা ব্যাটার। চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে এই নজির গড়লেন স্মিথ। ইনিংসের ৩১ তম ওভারে এই নজির গড়েন স্মিথ। বিশ্বের ১৫ তম ব্য়াটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেন।
স্টিভ স্মিথ তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেছিলেন। ব্রায়ান লারা ১৯৫ ইনিংসে দশ হাজার রান করেছিলেন। সচিন তেন্ডুলর ও কুমার সাঙ্গাকারা ১৯৫ ইনিংস সময় নিয়েছিলেন। রিকি পন্টিং ১৯৬ ইনিংস খেলেছিলেন।
অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফি ৩-১ ব্যবধানে জেতার সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে ২ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বলা যেতেই পারে অজিদের জন্য রিহার্সাল।
কিছুদিন আগেই বিগ ব্যাশে ইতিহাস গড়েছিলেন স্টিভ স্মিথ। সিডনি ক্রিকেট মাঠে পার্থ স্করচার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে এবারে প্রথমবার বিগ ব্যাশে নেমেছিলেন তিনি। মাঠে নামার পর রীতিমতো তাণ্ডব চালালেন স্মিথ। ৫৮ বলে এল তাঁর সেঞ্চুরি। ৬৪ বলে ১২১ রানে অপরাজিত রইলেন তিনি। বেন ম্যাকডরম্যাটের সঙ্গে যুগ্মভাবে বিগ ব্যাশ ইতিহাসের সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব এখন স্টিভ স্মিথের দখলে। তবে ম্যাকডরম্যাট যেখানে ১০০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছিলেন, সেখানে স্টিভ স্মিথ মাত্র ৩২ ইনিংসে খেলে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন।
গত বছরে বিগ ব্যাশে একটিই ম্যাচ খেলেছিলেন স্মিথ। সেই ম্যাচে প্রথম বলেই শূন্য রানে ফিরেছিলেন তিনি। তবে এ মরশুমে প্রথম ম্যাচে নেমে আসল সেঞ্চুরি। অবশ্য এ মরশুমেও তাঁকে আর মাত্র একটি ম্যাচের জন্যই পাবে সিক্সার্স। এরপর ফের একবার জাতীয় দলের হয়ে খেলতে দেশের বাইরে উড়ে যাবেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ়ে শুধু খেলবেনই না, দেশকে নেতৃত্বও দেবেন স্মিথ। তার আগে তাই মাত্র দুই ম্য়াচ বিগ ব্যাশে অংশগ্রহণ করতে পারবেন তিনি। কিন্তু তাতেই প্রভাব ফেললেন তারকা ক্রিকেটার।