নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে শ্রীলঙ্কাকে (Sri Lankan Cricket Team)। সোমবার পরাজয়ে ধারা থামিয়ে জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কান দল। সেই ম্যাচের আগেই লঙ্কান শিবিরে দুঃসংবাদ। চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন দলের অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)।
শ্রীলঙ্কার শেষ ম্যাচে ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে চোট পান শনাকা। তাঁর উরুর পেশিতে চোট লাগে। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল শনাকাকে। তাঁর বদলি হিসাবে চামিকা করুণারত্নেকে (Chamika Karunaratne) দলে ডেকে নিয়ে লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইভেন্ট টেকনিকাল কমিটি চামিকা করুণারত্নের শ্রীলঙ্কান দলে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। ১০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে দাসুন শনাকা ডান দিকের উরুর পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ২৩টি ওয়ান ডে খেলা করুণারত্নেকে বদলি হিসাবে নেওয়া হচ্ছে। এই চোট সারতে শনাকার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।'
শ্রীলঙ্কান দলে শনাকার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন কে? কুশল মেন্ডিসকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। ব্যাট হাতে অনবদ্য ফর্মে রয়েছেন মেন্ডিস। পাকিস্তান ম্যাচে অনবদ্য শতরানও হাঁকিয়েছিলেন ডান হাতি কিপার ব্যাটার। তিনি দলের সহ-অধিনায়কও বটে। এবার তাঁকেই দলের অধিনায়কত্ব করতেও দেখা যাবে। শনাকার চোটের ফলে করুণারত্নের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। লঙ্কান অলরাউন্ডার বহুদিন ধরেই দ্বীপরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট ক্রিকেট খেলেননি। এই বছরের মার্চ মাসে শেষবার তিনি ওয়ান ডে খেলেছিলেন। এবার তাঁর সামনে বিশ্বকাপে নিজের দক্ষতা প্রমাণ করার বড় সুযোগ চলে এল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ শেষেই বাবর আজমকে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি