আমদাবাদ: ভারত-পাকিস্তান ম্যাচ (IND vs PAK) মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। ২২ গজে ম্যাচ খেলতে নামা ২২ জন খেলোয়াড়ের জন্যও এই ম্যাচটা একেবারেই সহজ নয়। এক্ষেত্রে অভিজ্ঞতা যে কোনও খেলোয়াড়েরই বন্ধু। আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টিডয়ামেই বিশ্বকাপের ম্যাচে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে আজকের এই ম্যাচেই ভারতের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli) এক ভুল করে বসেন। 


এদিন ভারতীয় দল নিজেদের পরিচিত নীল জার্সিতেই (Indian Jersey) মাঠে নামে। রোহিতদের কাঁধে ছিল তেরঙ্গা স্ট্রাইপ। তবে বাকি সকলে তেরঙ্গা স্ট্রাইপ জার্সি পরে মাঠে নামলেও, কোহলির জার্সির কাঁধে তিনটি সাদা রঙের স্ট্রাইপ ছিল। তাঁর এই জার্সি যে বাকি সকলের থেকে ভিন্ন, সেটা 'কিং কোহলি' প্রথমে খেয়ালই করেননি। তবে তাঁকে পরবর্তীতে এই বিষয়ে অবগত করানো হয়। ভুল বুঝতে পেরে দ্রুতই মাঠ ছাড়েন কোহলি। অবশ্য খানিকক্ষণের মধ্যেই বাকিদের মতোই তেরঙ্গা স্ট্রাইপ দেওয়া জার্সি পরে মাঠে নামেন বিরাট কোহলি


 



 


কোহলি বিগত দুই ম্যাচে অর্ধশতরান হাঁকালেও অবশ্য এই ম্যাচে রান পেলেন না। ব্যক্তিগত মাত্র ১৬ রানে হাসান আলির বলে মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন 'কিং কোহলি'। তবে ম্যাচ জিততে ভারতকে খুব বেশি কসরত করতে হয়নি। ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করার পর ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কায়। এই ছয় ছক্কার সুবাদেই প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছয় মারার কৃতিত্ব নিজের নামে করলেন 'হিটম্যান'। শুধু তাই নয়। দ্রুততম ব্যাটার হিসাবে ৩০০টি ওয়ান ডে ছয় মেরে বিশ্বরেকর্ডও গড়লেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ-সুনীধির পারফরম্যান্স মিস করেছেন? এখানে দেখে নিন