লন্ডন: দেখতে দেখতে ১৮ বছর কেটে গিয়েছে । ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রাত আজও প্রত্যেক ভারতীয় ভক্তের হৃদয়ে গেঁথে আছে । সেই রাতে যুবরাজ সিংহ (Yuvraj Singh) ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ বলে ৬টি ছক্কা মেরে ক্রিকেট ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছিলেন । এই স্মরণীয় ওভারে হতভাগ্য বোলারের নাম ছিল, ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad), যাঁর কেরিয়ার তখন সবে শুরু হয়েছিল । সেই ম্যাচের পর কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর, কিন্তু সেই ওভারের স্মৃতি আজও ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি । এত বছর পরেও, স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড এমন একটি কথা প্রকাশ করেছেন যা শুনে ভক্তরা অবাক হয়ে গিয়েছেন । তিনি জানিয়েছেন যে, তাঁর ছেলে যুবরাজ সিংহের দেওয়া একটি উপহার দেখে রেগে গিয়ে সেটি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন!

Continues below advertisement

বাবা দিলেন যুবরাজের জার্সি, ছেলে ফেললেন ডাস্টবিনে

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং ১৯৮৬-৮৭ অ্যাশেজ সিরিজের হিরো ক্রিস ব্রড সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, একবার তিনি তাঁর ছেলে স্টুয়ার্টকে ক্রিসমাসের উপহার হিসেবে যুবরাজ সিংহয়ের অটোগ্রাফ করা একটি জার্সি দিয়েছিলেন । ক্রিস ব্রড বলেন, “সেই সময় আমার ছেলের কৌতূক হজম করার ক্ষমতা ছিল না । আমি ভেবেছিলাম যুবরাজের সই করা জার্সি দিয়ে ওকে চমকে দেব, কিন্তু সে যেই বাক্সটি খুলল, কিছু না বলেই সরাসরি জার্সিটি ডাস্টবিনে ফেলে দিল ।” 

Continues below advertisement

 

৬ ছক্কার পরেও ইংল্যান্ডের কিংবদন্তি

যদিও, সেই ওভারের পরেও স্টুয়ার্ট ব্রড নিজেকে প্রমাণ করেছেন এবং ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের মহান বোলারদের মধ্যে গণ্য হয়েছেন । ব্রড তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৬৭টি টেস্ট, ১২১টি একদিনের ম্যাচ এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । টেস্টে তিনি ৬০৪টি উইকেট নিয়েছেন, যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ । এছাড়াও, একদিনের ম্যাচে তিনি ১৭৮টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নিয়েছেন । তিনি ২০২৩ সালে অবসর গ্রহণ করেন এবং এখন ইংল্যান্ড ক্রিকেটের মহান খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচিত হন ।