কলকাতা: নির্ধারিত হয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে (Bengal Pro T20 league) পুরুষদের বিভাগের চার সেমিফাইনালিস্ট। মহিলাদের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করা মালদা, কলকাতা এবং মেদিনীপুরের, তিন ফ্র্যাঞ্চাইজিই কিন্তু পুরুষ বিভাগের শেষ চারেও নিজেদের জায়গা পাকা করেছে। সেমিফাইনালের যোগ্যতা অর্জন করা চতুর্থ দল হল মালদা।


২৬ তারিখ, বুধবারই পুরুষদের দুই সেমিফাইনাল আয়োজিত হবে। প্রথম সেমিফাইনালে স্ম্যাশার্স মালদা কলকাতা টাইগার্সের মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে মেদিনীপুর উইজার্ডসের লড়াই মুর্শিদাবাদ কিংসের (Murshidabad Kings) সঙ্গে। মহিলাদের মতো পুরুষদের ফাইনালের আসরও কিন্তু ২৮ তারিখ ইডেন গার্ডেন্সে বসবে। 


ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল। তবে তার জন্য কোনওরকম ঢিলেমি নয়, বরং দাপুটে মেজাজে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলল মুর্শিদাবাদ কিংস। এদিন পুরুষদের একমাত্র ম্যাচে রাঢ় টাইগার্সদের হারিয়ে মুর্শিদাবাদ কিংস তালিকায় দ্বিতীয় উঠে আসে। দলের জয়ের নায়ক অধিনায়ক সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami)। অধিনায়কোচিত এক ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন সুদীপই। মুর্শিদাবাদের হয়ে ৫৩ বলে ৮৬ রানের ইনিংস আসে অধিনায়কের ব্যাট থেকে।


ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে ২০ ওভার শেষে মূলত সুদীপের চওড়া ব্যাটে ভর করেই পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তোলে মুর্শিদাবাদ। অধিনায়ক সুদীপের পাশাপাশি ব্যাট হাতে নজর কাড়েন অগ্নিভ পানও। তারকা ক্রিকেটার ৩৪ বলে ৫৭ রানের অপরাজিত থাকেন। রাঢ়ের হয়ে সাত্য়কি দত্তের ঝুলিতে দুই উইকেট আসে।


লক্ষ্য খুব একটা ছোট বা সহজ ছিল না। তবে এই ইডেনেই তো এবারের আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছিল পাঞ্জাব কিংস। বলে বলে দু'শো রানের গণ্ডি পার করেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ না থাকলেও, অন্তত জয় দিয়ে মরশুম শেষ করার রাঢ় টাইগার্সদের স্বপ্ন একেবারেই অমূলক ছিল না। কিন্তু তারা পারলেন না। টিম ইন্ডিয়ার হয়ে খেলা শাহবাজ আমেদ ব্যাট হাতে লড়াকু ৩৩ রানের ইনিংস খেলেন বটে। তবে রাঢ় নির্ধারিত লক্ষ্যের বেশ অনেকটাই আগে থেমে যায়। 


সৌজন্যে সুখমিত সিংহ। ব্যাটে সুদীপ ঘরামির দৌরাত্ম্যের পর বল হাতে তিনিই মুর্শিদাবাদের হয়ে দাপট দেখান। ৩৫ রানের বিনিময়ে তুলে নেন তিন তিনটি উইকেট। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৬১ রানেই থেমে যায় রাঢ়ের লড়াই। ফ্রাঞ্চাইজির মহিলা দল নিজেগের বিভাগের সেমিফাইনালে পৌঁছতে পারলেও, শাহবাজরা পারলেন না। চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করলেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হাওড়ার মহিলা দলকে ছিটকে সেমিফাইনালে রাঢ়, বেঙ্গল প্রো টি-২০-র শেষ চারে কে কার মুখোমুখি হবে?