কলকাতা: মঙ্গলবার, ২৫ জুন শেষ হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Women’s Bengal Pro T20 league) গ্রুপ পর্বের লড়াই। নির্ধারিত হয়ে গেল মহিলা বিভাগের চার সেমিফাইনালিস্ট। মুর্শিদাবাদ, মেদিনীপুর, রাঢ় এবং কলকাতা, চার দল মহিলাদের প্রো টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে পৌঁছল। মুর্শিদাবাদ শেষ করল লিগ তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রাঢ়। কলকাতা ও মেদিনীপুর যথাক্রমে মহিলাদের বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করে। আজকের দুই ম্যাচের পরেই নির্ধারিত হল সেমিফাইনালের সূচি।


সেমিতে রাঢ় টাইগার্স


হাওড়া ওয়ারিয়ার্সকে পরাজিত করে তাদের সেমিফাইনালে পৌঁছনোর আশা শেষ করে দেয় রাঢ় টাইগার্স। পাঁচ উইকেটে টাইগার্সরা জয় পায়। হওড়া প্রথমে ব্যাট করে শতরানের গণ্ডিও পার করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯৭ রান তোলে তারা। হওড়ার হয়ে সুস্মিতা সর্বাধিক ২৭ রান করে। রাঢ়ের হয়ে রশনি খাতুন নেন তিন উইকেট। রুপাল তিওয়ারি এবং রেমন্দিনা খাতুন দুইটি করে উইকেট পান। জবাবে রাঢ়ের ম্যাচ জিততে অনেকটা সময় লাগলেও, চাপ খুব একটা হয়নি। তিন বল বাকি থাকতেই দীপা দাসের অপরাজিত ২৩ রানের ইনিংসে তারা জয় ছিনিয়ে নেয়।     


 জয় দিয়ে অভিযান শেষ মালদার


দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আপাত অর্থে যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে শিলিগুড়ি স্ট্রাইকার্স ও স্ম্যাশার্স মালদার মহিলা দল নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সকলে। মালদাকে মাত্র দুই রানে হারিয়ে নিজেদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি অভিযান শেষ করল শিলিগুড়ি। 


প্রথমে ব্যাট করে শিলিগুড়ি এদিন ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১২৮ রান বোর্ডে তুলেছিল। প্রীতি মণ্ডল সর্বাধিক ৩৮ ও শমিতা অধিকারী ৩৫ রানের ইনিংস খেলেন। মালদার হয়ে শ্রেয়া কারার দুই উইকেট নেন। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পিয়ালি ঘোষ মালদার হয়ে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেললেও ম্যাচ শেষে খালি হাতেই মাঠে ছাড়তে হয় তাঁদের। ছয় উইকেটের বিনিময়ে ১২৬ রানেই থেমে যায় মালদার দৌড়। শিলিগুড়ির হয়ে পম্পা সরকার এবং শমিতা দুইটি করে উইকেট নেন।


গ্রুপ পর্ব শেষ এবার সেমির লড়াই। সেই লড়াইয়েই মুর্শিদাবাদ কুইন্স প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মেদিনীপুর উইজার্ডসের। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতা টাইগার্স এবং রাঢ় টাইগার্স একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। দুইটি ম্যাচই ২৭ তারিখ সল্ট লেক ক্যাম্পাসে আয়োজিত হবে। ঠিক পরের দিন, ২৮ তারিখ ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সেমিফাইনালে আফগানিস্তানের স্থান পাকা হতেই কামিন্সকে খোঁচা জাদরানের, সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়