মুম্বই: ভারতীয় ফুটবলের আইকন তিনি। গত প্রায় ২০ বছর ধরে নীল জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে সক্রিয় প্লেয়ারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক। ১৫০ ম্যাচে ঝুলিতে ৯৪ আন্তর্জাতিক গোল। আগামী ৬ জুন শেষবার দেশের হয়ে খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। কুয়েতের বিরুদ্ধে ম্য়াচের পর আর কোনওদিন ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে। স্ট্রাইকিং পজিশনে তিনি জাতীয় দলের একাদশে অটোমেটিক চয়েস ছিলেন গত দু দশক। এবার কি হবে? ওই পজিশনে কাকে খেলতে দেখা যাবে?
প্রথমেই যেই দুটো নাম মাথায় আসে তাঁরা হলেন মুম্বই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাংতে ও বিক্রমপ্রতাপ সিংহ। দু জনে মিলে এফসি গোয়ার বিরুদ্ধে গত আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিন গোল করে ম্য়াচ জিতিয়েছিলেন দলকে। ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল মুম্বই। সেখান থেকে ৩-২ ব্যবধানে ম্য়াচ জিতে যায় তারা। সুনীলের সরে যাওয়ার পর ২৬ বছরের ছাংতে ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন। পেস, স্কিল ও টেকনিক রয়েছে ছেলেটার। গত আইএসএলে ১০ গোল করেছেন। এছাড়াও ৬টি অ্যাসিস্টও করেছেন। এছাড়াও বিক্রম প্রতাপ সিংহ উইং ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন পুরো মরশুমে। ৮টি গোল করেছেন ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। চণ্ডীগড়ের মাত্র ২২ বছর বয়সি এই ফুটবলারকে যদি ঠিকভাবে পরিচর্যা করা হয়, তবে কিন্তু তিনিও লম্বা রেসের ঘোড়া হতে পারেন। আরও এক তরুণ ফুটবলার থাকতে পারেন এই দৌড়ে। তিনি হলেন রহিম আলি। চেন্নাই এফসির হয়ে আইএসএলে খেলেন।
আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচই সুনীল ছেত্রীর জীবনের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। আপনি যদি দেখতে চান এই ম্য়াচ, তবে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকার টিকিটও রয়েছে। টিকিটের মূল্য ১০০০ টাকা। আপাতত জা যানা যাচ্ছে বুক মাই শো-তে টিকিট পাওয়া যাবে। তবে কবে থেকে টিকিট মিলবে তা এখনও অফিশিয়ালি জানানো হয়নি।
আরও পড়ুন: আগামী বছরও আইপিএলে খেলবেন ধোনি? বড় বয়ান সিএসকের সিইওর