নয়াদিল্লি: গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক হন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলের সফলতম অধিনায়ক জাতীয় দলের হয়েও সাফল্য এনে দেন, এমনটাই আশা করেছিলেন ভারতীয় দলের সমর্থকরা। তবে এখনও পর্যন্ত খেতাব জিততে ব্যর্থ হয়েছেন রোহিত। সুনীল গাওস্কর (Sunil Gavaskar) কোনওরকম রাখঢাক না করেই সোজাসুজি জানিয়ে দিলেন যে অধিনায়ক রোহিত তাঁকে হতাশ করেছেন।

  


প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর বিগত দেড় বছরে ভারতীয় দলের পারফরম্যান্সের মূল্যায়ণ করতে গিয়ে বলেন, 'আমি ওর থেকে আরও বেশি আশা করেছিলাম। ভারতের মাটিতে বিষয়টা ভিন্ন, তবে আসল পরীক্ষা তো বিদেশের মাটিতেই হয়। এই জায়গাটাতেই ও হতাশ করেছে। এমনকী টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ছবিটা ভিন্ন নয়। আইপিএলের অভিজ্ঞতা, শতাধিক ম্যাচ, দলে আইপিএলে সাফল্য পাওয়া এত তারকা ক্রিকেটার থাকলেও (বিশ্বকাপে) অন্তত ফাইনাল পর্যন্ত না যাওয়াটা খুবই হতাশাজনক।'


রোহিত শর্মার নেতৃত্বাধীনে ভারতীয় দল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ব্যর্থ হন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও সেখান থেকেও খালি হাতে ফিরতে ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া। রোহিতের নিজের ফর্মও প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বড় বড় ম্যাচগুলিতে ব্যাটার রোহিত হতাশই করেছেন। গত বছর বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ১০০-রও কম স্ট্রাইক রেটে ২৭ রান করেছিলেন রোহিত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৫ ও ৪৩। 


প্রসঙ্গত, অতীতের হতাশা ঝেড়ে ফেলে ফের একবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামবেুন রোহিতরা। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজের জন্য ভারতীয় দল প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি কিন্তু স্মৃতিচারণায় ডুবলেন। দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আমরা দুইজনই ২০১১ সালে ডমিনিকায় আমাদের খেলা শেষ টেস্টের অংশ ছিলাম। তখন ভাবিওনি যে ভাগ্য আবার আমাদের একসঙ্গে এখানে ফিরিয়ে আনবে, যদিও ভিন্ন ভূমিকায়। অভিভূত।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !