মুম্বই: গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে পারেননি জিতেশ শর্মা। উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণকে নেওয়া হলেও জিতেশকে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাওস্কর। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন ধোনির পর উইকেট কিপার ব্য়াটার হিসেবে জিতেশ অনেক বেশি টেকনিক্যালি শক্তিশালী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যেক ম্য়াচেই একাদশে ছিলেন জিতেশ। পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচেও খেলেছেন। গাওস্কর বলছেন, ''জিতেশ তো কোনও ভুল করেনি। ও দারুণ একজন উইকেট কিপার। বিশেষ করে ধোনির পর একমাত্র উইকেট কিপার যে ক্যাপ্টেনকে ডি আর এস কলের ক্ষেত্রে বারবার সাহায্য করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জিতেশ নেই কেন, বুঝলাম না।''
জিতেশের বয়স এখন ৩২। ২০২৩ সালে অভিষেক হলেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটের বর্তমান ভারতীয় সেট আপের অন্য়তম সিনিয়র ক্রিকেটার সে। এই পরিস্থিতিতে গাওস্করের বার্তা, জিতেশের উচিৎ ঘরোয়া ক্রিকেটে ফিরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা। সেখান থেকেই ফের একবার জাতীয় দলে কামব্যাকের কথা বলছেন গাওস্কর। তবে বাদবাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দল দেখে বেজায় খুশি লিটল মাস্টার।
দলে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ঘোষিত স্কোয়াডে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার। এই প্রথমবার কোনও মেগা টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াডে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার। কিন্তু কেন? তবে এই বিষয়ে খোলসা করে দিয়েছেন দেবজিৎ সাইকিয়া। তাঁর কথায়, যেহেতু দেশের মাটিতে ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার জন্য় যদি কখনও কোনও পরিবর্ত প্লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দ্রুত কোনও প্লেয়ারকে দলে ঢুকিয়ে দেওয়া যাবে। এদিকে, যেই শুভমনকে অল ফর্ম্য়াট ক্যাপ্টেন হিসেবে ভবিষ্যতের পরিকল্পনা ছিল বোর্ডের। সেই শুভমনকে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটেই ফেলা হল। টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না শুভমন। তাঁকে বাদ দিয়ে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। এছাড়া পেসার হিসেবে বুমরার সঙ্গে রয়েছেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। শামি ও সিরাজকে সুযোগ দেওয়া হয়নি।