মেলবোর্ন: ঋষভ পন্থের আউট দেখে ক্ষেপে বোম সুনীল গাওস্কর। ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও যেভাবে ক্যাজুয়াল শট খেলে ক্যাচ তুলে দিলেন তা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। অযথা ঝুঁকিপূর্ণ শট খেলে পন্থ আউট হওয়ার পরই গাওস্করকে বলতে শোনা গেল, ''স্টুপিড...স্টুপিড''। পন্থের আউট ভারতীয় দলকে আরও ক্ষতিকর জায়গায় নিয়ে যাবে বলেও জানিয়েছেন সানি।


ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে রয়েছেন সুনীল গাওস্কর। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন। বিরাটের সঙ্গে কনসটাসের ঝামেলা থেকে শুরু করে সিরাজ-লাবুশেন ডুয়েল সব বিষয়েই মুখ খুলতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে। এর আগে পন্থের প্রশংসায় বারবার পঞ্চমুখ হয়েছেন গাওস্কর। কিন্তু শনিবার স্কুপ মারতে গিয়ে যেভাবে গুরুত্বপূর্ণ সময়ে আউট হলেন পন্থ তা দেখে ক্ষেপে গিয়েছেন গাওস্কর। তিনি বলছেন, ''লেগে ফিল্ডার রাখা ছিল। থার্ডম্য়ানেও ফিল্ডার ছিল। আগের বলেই ও মিসহিট করল। এই পরিস্থিতিতে এমন শট খেলা অত্যন্ত বোকামির পরিচয়। শট চালালেই হয় না, পরিস্থিতিও বুঝতে হয় ঠাণ্ডা মাথায়। এটাকে কখনোই স্বভাসিদ্ধ খেলা বলা যায় না। আমি দুঃখিত, এটা কখনও সহজাত খেলা হতে পারে না। এটা বোকামি। ওর ভারতীয় ড্রেসিংরুমে যাওয়াই উচিৎ নয়। ও অন্য ড্রেসিংরুমে চলে যাক।''


">


আগের ডেলিভারিতেই অদ্ভুত স্কুপ খেলতে গিয়ে মাটিতে পড়ে যান। ব্যাটে বলই লাগাতে পারেননি। কিন্তু আক্রমণাত্মক মেজাজের জন্য় পরিচিতি পন্থ ফের একই শট খেলতে যান বোল্যান্ডকে। কিন্তু এবার ব্যাটে-বলে সংযোগ হলেও টাইমিং হয়নি। বল থার্ডম্য়ানে নাথান লিঁয়র কাছে চলে যায় টপ এজে লেগে। 


 






এদিন সকাল থেকে বেশ ভালভাবেই এগোচ্ছিলেন পন্থ ও জাডেজা। হাতে পাঁচ উইকেট রয়েছে। সামনে নতুন বলে স্টার্ক, কামিন্স, বোল্যান্ডরা। নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু পন্থ হঠাৎ করেই একটা ভুল শট বেছে নিলেন। এই শটে এর আগেও তিনি বাউন্ডারি বা ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু পরিস্থিতি সবসময় একরকম থাকে না।