নয়াদিল্লি: কানপুরে আড়াই দিনও ম্যাচ গড়ায়নি। তার আগেই বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল (IND vs BAN)। বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। আর ব্যাটাররা নিজেদের আগ্রাসী ব্যাটিংয়ে সেই নিশ্চিত করেন। এই জয়ের পরে অনেকেই ভারতের ব্যাটিং মানসিকাতার সঙ্গে 'বাজ়বল'-র মিল পিয়ে তাল মিলিয়ে ভারতের আগ্রাসী অ্যাপ্রোচের নাম দিয়েছিলেন 'গামবল'। এই নাম নিয়েই সুনীল গাওস্করের (Sunil Gavaskar) যত আপত্তি।
কানপুরে দুরন্ত জয়ের জন্য যাঁরা টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করছেন, তাঁদের 'পা-চাটা' বলে তীব্র ভাষায় আক্রমণ শানান প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি নিজের কলামে লেখেন, 'গত বছর ভারতেই দেখা গিয়েছিল যে ওই (বাজ়বল) মনোভাবের ক্রিকেট টেস্টে সবসময় কার্যকরী হয় না। এক, দুইটো ম্যাচে প্রতিপক্ষকে চমকে দিতে পারে অবধি। মনে রাখতে হবে পথটা কিন্তু রোহিত দেখিয়েছিল। অখচ অতীতের কিছু শক্তি গম্ভীরের নামে এটার গামবল নামকরণ করেছেন।'
গাওস্করের আরও দাবি গম্ভীর তো নিজেই এমন আগ্রাসী ক্রিকেট খেলতেন না। 'ইংল্যান্ডের ব্যাটিংটা বেন স্টোকস ও ব্র্যান্ডন ম্যাকালামের তত্ত্বাবধানে সম্পূর্ণ বদলে যায়। তবে রোহিত বিগত দুই বছর ধরে এমন আগ্রাসী ক্রিকেটটা খেলছে এবং বাকিদেরও এমন ভয়ডরহীন খেলার জন্য উদ্বুদ্ধ করছে। গম্ভীর তো মাত্র দুই মাস এই দলটাকে কোচিং করাচ্ছে। তাই এই সাফল্যের জন্য ওকে কৃতিত্ব দেওয়াটা পা-চাটা ছাড়া আর কিছুই নয়। গম্ভীর তো নিজেই এমন ব্যাটিং করত না, যেমনটা ম্যাকালামকে করতে দেখা যেত। যদি প্রশংসা করতে হয়, তাহলে এখানে রোহিতের প্রশংসা প্রাপ্য, আর কারুর নয়।' মত গাওস্করের।
কিংবদন্তি ক্রিকেটারের দাবি যদি এহেন কিছু নাম দেনই, তাহলে আগে রোহিতের নাম দিয়ে এই ধরনের ক্রিকেটের নাম রাখা উচিত 'গোহিত' মনোভাবের ক্রিকেট। তিনি আশাবাদী বুদ্ধিমান লোকজন বাজ়বলের অনুকরণে ভারতের আগ্রাসী ক্রিকেটকে গামবল নামের বদলে অন্য কোনও ভাল নাম দেবেন।
প্রসঙ্গত, টেস্টের পর কিন্তু টি-টোয়েন্টি সিরিজ়েও ভারতীয় দল নিজেদের দাপট অব্যাহত রেখেছে। রেকর্ড ৪৯ বল বাকি থাকতে প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে। এই দাপট বজায় থাকে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গরমে ক্লান্ত ফিল্ডাররা, মাঠে নেমেই চোখধাঁধানো ভঙ্গিমায় ঝাঁপিয়ে বল আটকালেন প্রোটিয়া কোচ ডুমিনি