Suryakumar Yadav : সামনে শুধু বিরাট, টি২০-তে এই কৃতিত্ব সূর্যকুমারের

T20 Cricket: তাঁর সঙ্গে একই স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ডেভিড ওয়ার্নার

Continues below advertisement

পাল্লাকেলে : দক্ষতা ও ধারাবাহিকতা। এই দুইয়ে ভর করেই কেল্লাফতে সূর্যকুমার যাদবের। ক্রিকেটের অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন ভারতের টি২০ দলের অধিনায়ক। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সবথেকে বেশি 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার প্রাপকদের তালিকায় তিনি এখন অন্যতম। তাঁর আগে শুধু বিরাট কোহলি। যাঁর ঝুলিতে রয়েছে ৬টি পুরস্কার। সূর্যকুমার ৫ বার জিতেছেন এই পুরস্কার। তাঁর সঙ্গে একই স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ডেভিড ওয়ার্নার।

Continues below advertisement

টি২০ ক্রিকেটে সূর্যকুমারের জার্নি অভিনব। শট বৈচিত্র্য, আগ্রাসী ক্রিকেট খেলে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, চাপের মুখে খেলতেও স্বচ্ছন্দ বোধ করেন । সেই মুহূর্তে বেরিয়ে আসে তাঁর সেরা ক্রিকেটটা। সামগ্রিক এই গুণগুলিই তাঁকে টি২০-তে ভারতীয় ক্রিকেট দলে অপরিহার্য করে তুলেছে। এখনও পর্যন্ত তিনি ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ২ হাজার ৪৩২। গড় ৪২.৬৭৬। তাঁর সাম্প্রতিককালের পারফরম্যান্স দলে তাঁর জায়গাই পাকা করেনি, বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এই মুহূর্তে অন্যতম সেরা মুখও তিনি। যার জেরে ভারতীয় টি২০ দলের দায়িত্বও তাঁর ঘাড়ে তুলে দেওয়া হয়েছে। সূর্যকুমার যে ৫টি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন, সেগুলিই হয়ে উঠেছে তাঁর ম্যাচ-উইনিং ইনিস। যা দলে তাঁর গুরুত্ব এবং ধারাবাহিকতাকে তুলে ধরছে।

এদিকে সূর্যকমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরের হাত ধরে ভারতীয় টি২০ ক্রিকেটে নতুন জমানা শুরু হয়ে গেল। আরও শুরুতেই অসাধারণ সাফল্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল শেষ টি২০ ম্যাচ জিতে একদিনের সিরিজ টিম ইন্ডিয়া শেষ করল ৩-০ ব্যবধানে জিতে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল শেষ টি২০ ম্যাচে উইনিং কম্বনিশেন পাল্টা দেয় টিম ইন্ডিয়া। একাদশে চার খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়। এদিকে শেষ ম্যাচের শুরুতেই ব্যাটিং অর্ডারে ধাক্কা খেলেও, শেষ হাসি হাসে ভারতই।

অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) শুরুটা কিন্তু দারুণভাবে হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) তাঁর অধিনায়কত্বে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ়ে জয় পেল টিম ইন্ডিয়া। তবে সিরিজ় জিতে কিন্তু দলের সতীর্থদেরই প্রশংসায় ভরালেন সূর্য। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার বলেন, 'আমার দলের খেলোয়াড়রা এতটা দক্ষ, এতটা আত্মবিশ্বাসী, যে আমার কাজ খুবই সহজ হয়ে যায়। গত ম্যাচের পর আমি কয়েকজন বলেছিলাম ওদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে এবং দলের স্বার্থে ওরা রাজিও হয়ে যায়। ফলে আমার কাজ সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের সময় চিন্তামুক্ত হয়ে নিজের খেলাটা খেলি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola