মুম্বই: ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টেস্ট ক্রিকেটে এখনও নিজের জায়গা সেভাবে পাকা করতে না পারলেও সাদা বলের ফর্ম্য়াটে বিশেষ করে কুড়ির ক্রিকেটে তো ভারতীয় দলের অটোমেটিক চয়েস তিনি। এমনকী দীর্ঘদিন ধরে এই ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটার। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট মহলে অন্য়তম জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠছেন সূর্য। যার আভাস মিলল বুচিবাবু টুর্নামেন্টেই। 


একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বুচিবাবু টুর্নামেন্টে একটি ম্য়াচ খেলছেন সূর্যকুমার। সেখানে ফিল্ডিংয়ের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য, তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য ভক্তদের আকুতি। প্রত্যেকেই সূর্য বাউন্ডারি লাইনে যেখানে ফিল্ডিং করছিলেন সেখানে দৌড়ে এসে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। যদিও কাউকেই হতাশ করেননি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনেকেই ডানহাতি মুম্বই ব্যাটারের সঙ্গে হাতও মেলাতে চাইছিলেন। তাঁদেরও হতাশ করেননি সূর্য। ফিল্ডিংয়ের ফাঁকে ফাঁকেই এসে হাত মেলালেন ভক্তদের সঙ্গে। পছন্দের ক্রিকেটারকে সামনে থেকে দেখে সবাই বেশ আপ্লুত। ভারতীয় ক্রিকেটে এই ছবিটা সাধারণত বিরাট কোহলি, রোহিত শর্মাকে ঘিরে দেখা যায়। হালফিলে শুভমন গিলের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। সূর্যকুমার কি সেই তালিকায় নতুন ঢুকে পড়লেন?


 



৩৪ বছরের সূর্যকুমার যাদবকে দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ৬০ জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি। বুচিবাবু ট্রফিতেও খেলছেন তিনি। লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করলেও ওয়ান ডে ও টেস্টে বিশেষ করে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সূর্যকুমার। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ''অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই। সুযোগ পাব কি না সেটা আমার হাতে নেই। তবে আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলীপ ট্রফিতে মাঠে নামে এবং তারপর যা হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি খেলতে চাই। ভারত দশটি টেস্ট ম্যাচ খেলবে এবং তার মধ্যে আমি কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করে টেস্ট খেলার আনন্দ উপভোগ করতে চাই।'' উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।