মুম্বই: দিন দু'য়েক আগেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে তারকা ক্রিকেটারের জন্য চারিদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। এবার স্বামী অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে মুখ খুললেন সূর্য-ঘরণী দেবীশা শেট্টি (Devisha Shetty)।
দেবীশা জানান ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়াটা সূর্যকুমার এবং তাঁর উভয়ের প্রত্যাশার বাইরে ছিল। তবে সূর্যকুমার দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন বলেই মনে করছেন দেবীশা। তিনি নিজের স্টোরিতে লেখেন, 'তুমি (সূর্যকুমার) যখন ভারতের হয়ে খেলা শুরু কর, তখন আমাদের কেউই ভাবিনি যে এই দিনটাও আসতে পারে। তবে ঈশ্বর সকলকে সঠিক সময়মতো তাঁর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল দেন। তুমি যতদূর এসেছো, তাতে তোমার ওপর গর্ব হয়। তবে এটা তোমার সফরের এই তো সবে শুরু। আরও অনেকদূর যেতে হবে।'
অধিনায়ক নির্বাচিত হওয়ার সূর্য নিজেও সদ্য মুখ খুলেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তিনিও সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সূর্যকুমার লেখেন, 'আপনাদের এত ভালবাসা, সমর্থন এবং শুভেচ্ছাবার্তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েক সপ্তাহটা আমার জন্য স্বপ্নের মতোই কেটেছে এবং সত্যিই কৃতজ্ঞ।' জাতীয় দলের হয়ে খেলাটাই তাঁর কাছে বিরাট গর্বের বলে জানিয়ে কৃতজ্ঞ সূর্য জানান এই নতুন ভূমিকার ফলে তাঁর দায়িত্বও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে।
'জাতীয় দলের হয়ে খেলাটার অনুভূতির সঙ্গে আর কোনওকিছুর তুলনা চলে না এবং এই অনুভূতিটা আমি কোনওদিনই ভাষায় ব্যক্ত করতে পারব না। এই নতুন ভূমিকাটা নিজের সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব, উত্তেজনা এবং উন্মাদনা সঙ্গে করে নিয়ে আসে। আশা করছি এই সফরে ভবিষ্যতেও আপনাদের সমর্থন এবং আর্শীবাদ পাব।' লেখেন ভারতের নতুন অধিনায়ক। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর এবার বিশ্বজয়ী দলকে সূর্য কেমনভাবে নেতৃত্ব দেন, সেইদিকে সকলের নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরকারি ঘোষণা আগেই হয়েছে, রবিবারেই প্রথম সাংবাদিক সম্মেলন করবেন কোচ গম্ভীর