মুম্বই: সব জল্পনার অবসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। হার্দিক পাণ্ড্য নন, ভারতের নতুন টি-২০ অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav)। হার্দিককে (Hardik Pandya) সাধারণ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে।


আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল প্রথমে বুধবার ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেই ঘোষণা একদিন পিছিয়ে যায়। বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা জানানো হয়। তখন থেকেই শোনা যাচ্ছিল, টি-২০ দলের অধিনায়ক হিসাবে কে দায়িত্ব পাবেন, তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। নতুন কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব জয় শাহ নাকি একমত হতে পারছেন না। যে কারণে দল নির্বাচনী বৈঠক একদিন পিছিয়ে দেওয়া হয়।


বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা সফরের জন্য যে দল ঘোষণা করা হল, সেখানে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হল সূর্যকুমারকেই। হার্দিককে সাধারণ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার হয়ে গেল যে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে স্কাইকে অধিনায়ক করেই নীল নকশা সাজাবে ভারত।


ঘোষিত টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, খলিল আমেদ ও মহম্মদ সিরাজ।


ঘোষিত ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।


ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মাই। আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতই ভারতীয় দলের দায়িত্বে থাকবেন। ওয়ান ডে দলে রয়েছেন বিরাট কোহলিও।


শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ২৭ জুলাই শুরু হচ্ছে টি-২০ সিরিজ। সব টি-২০ ম্যাচই হবে পাল্লেকেলেতে। ওয়ান ডে সিরিজের তিন ম্যাচই হবে কলম্বোয়।


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।