পাল্লেকেলে: পাকাপাকিভাবে অধিনায়কত্ব হাতে পাওয়ার পর প্রথম সিরিজ়, আর তাতেই দুরন্ত জয়। উপরন্তু, ঝুলিতে এল সিরিজ় সেরার পুরস্কারও। অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) শুরুটা কিন্তু দারুণভাবে হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) তাঁর অধিনায়কত্বে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ়ে জয় পেল টিম ইন্ডিয়া। তবে সিরিজ় জিতে কিন্তু দলের সতীর্থদেরই প্রশংসায় ভরালেন সূর্য।
তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার বলেন, 'আমার দলের খেলোয়াড়রা এতটা দক্ষ, এতটা আত্মবিশ্বাসী, যে আমার কাজ খুবই সহজ হয়ে যায়। গত ম্যাচের পর আমি কয়েকজন বলেছিলাম ওদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে এবং দলের স্বার্থে ওরা রাজিও হয়ে যায়। ফলে আমার কাজ সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের সময় চিন্তামুক্ত হয়ে নিজের খেলাটা খেলি।'
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মার দেখানো পথে হেঁটে দলের অধিনায়ক নয়, নেতা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সিরিজ় শেষেও তাঁর গলায় একই সুর ধরা পড়ল, 'আমি তো সিরিজ় শুরুর আগেও বলেছিলেন। আমি অধিনায়ক নয় নেতা হতে চাই।' নেতা সূর্যকুমার কিন্তু এদিন একদম সামনে থেকেই নেতৃত্ব দেন দলকে। শেষ ওভারে বল হাতে তুলে দেন। ম্যাচ জেতাতে না পারলেও, ড্র করান।
১৩৮ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিস ৫৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর মাত্র এক উইকেটের বিনিময়ে ১০৮ রান। ক্রিজে তখন সেট হওয়া মেন্ডিস ও পারেইরা। এমন পরিস্থিতে সকলেরই মনে হচ্ছিল ম্যাচ শ্রীলঙ্কার দখলে চলে গিয়েছে। কিন্তু সেট মেন্ডিসকে ৪৩ রানে আউট করে ভারতের হয়ে ম্যাচে ফেরার হালকা আশা জাগান রবি বিষ্ণোই। ঠিক পরের ওভারেই সুন্দরের জোড়া সাফল্য। পর পর দুই বলে সাজঘরে ফেরেন হাসারাঙ্গা ও লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা।
শেষ ওভারে জয়ের জন্য পরিসংখ্যান দাঁড়ায় ছয় বলে ছয় রান। মহম্মদ সিরাজের এক ওভার বাকি থাকলেও, বল হাতে তুলে নেন অধিনায়ক সূর্যকুমার নিজে। পাঁচ রান খরচ করে নেন দুই উইকেট। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেই নিজে ব্য়াট হাতে চার মেরে দলের জয় সুনিশ্চিত করেন সূ্র্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ফিনিশার' রিঙ্কুর অনবদ্য বোলিংয়ে ঘুরল ম্যাচ! ডাগ আউটে গম্ভীরের হাসিতে মজল নেটপাড়া