পাল্লেকেলে: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ক্লিন স্যুইপ করে টিম ইন্ডিয়া। এবার আগামী ২ আগস্ট থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে ওয়ান ডে সিরিজে খেলতে নামবে ভারত। দলে ফিরছেন বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়াররাও। টি-টোয়েন্টি সিরিজের পর এবার রোহিত শর্মা ও তাঁর দলকে ওয়ান ডে সিরিজের জন্য শুভেচ্ছা জানালেন ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটের অধিনায়ক। হিটম্য়ানের মুখে কিছু শোনার ইচ্ছেপ্রকাশও করেছেন সূর্য।


বিসিসিআইয়ের দেওয়া এক ভিডিও বার্তায় সূর্য বলেন, ''ওয়ান ডে সিরিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। আমি পুরো সিরিজটিই ভাল করে দেখব। রোহিত ভাই, তোমার ওয়ান লাইনার শোনার জন্য অপেক্ষায় রয়েছি। আমি জানি, তুমি স্টাম্প মাইকের কাছেপিঠেই থাকবে। দলে অনেক নতুন মুখ রয়েছে। আমি নিশ্চিত অনেক গুলো ওয়ান লাইনার শুনতে পারব আমরা।''


 






তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার বলেন, 'আমার দলের খেলোয়াড়রা এতটা দক্ষ, এতটা আত্মবিশ্বাসী, যে আমার কাজ খুবই সহজ হয়ে যায়। গত ম্যাচের পর আমি কয়েকজন বলেছিলাম ওদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে এবং দলের স্বার্থে ওরা রাজিও হয়ে যায়। ফলে আমার কাজ সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের সময় চিন্তামুক্ত হয়ে নিজের খেলাটা খেলি।'


শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মার দেখানো পথে হেঁটে দলের অধিনায়ক নয়, নেতা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সিরিজ় শেষেও তাঁর গলায় একই সুর ধরা পড়ল, 'আমি তো সিরিজ় শুরুর আগেও বলেছিলেন। আমি অধিনায়ক নয় নেতা হতে চাই।' নেতা সূর্যকুমার কিন্তু এদিন একদম সামনে থেকেই নেতৃত্ব দেন দলকে। শেষ ওভারে বল হাতে তুলে দেন। ম্যাচ জেতাতে না পারলেও, ড্র করান।


 এখনও পর্যন্ত তিনি ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ২ হাজার ৪৩২। গড় ৪২.৬৭৬। তাঁর সাম্প্রতিককালের পারফরম্যান্স দলে তাঁর জায়গাই পাকা করেনি, বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বের সেরা ব্যাটার।