হায়দরাবাদ: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali T20) বাংলার জয়ের দৌড় চলছে। প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ড্যর বঢোদরাকে হারানোর পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে গুজরাতকে হারাল বাংলা। ৩ উইকেটে ম্যাচ জিতে ৮ পয়েন্টে পৌঁছে গেলেন অভিমন্যু ঈশ্বরণরা।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল বাংলা (Bengal vs Gujarat)। শুক্রবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ বল বাকি থাকতে গুজরাতকে ৩ উইকেটে হারিয়ে দিল বাংলা।
এদিন নিজামের শহরে বাংলার সামনে ছিল ১২৮ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে গেল সাত বল বাকি থাকতে, ৭ উইকেটের বিনিময়ে। শাহবাজ আমেদ ১৭ বলে ১৯ রান ও সক্ষম চৌধুরী ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৩৪ বলে ৩৪, শাকির হাবিব গাঁধী ১২ বলে ১৮, করণ লাল ১০ বলে ১৭, অভিষেক পোড়েল ১২ বলে ১৪, সুদীপ কুমার ঘরামি ৭ বলে ৪, ঋত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২ ও প্রদীপ্ত প্রামাণিক ৭ বলে ৫ রান করে আউট হন। হেমাঙ্গ পটেল ৪ ওভারে ২৪, হর্ষল পটেল ৪ ওভারে ২৫ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
বাংলার অধিনায়ক টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠান। চতুর্থ ওভারের চতুর্থ বলে দলগত ২৯ রানে ভাঙে গুজরাতের ওপেনিং জুটি। আগের ম্যাচে সেঞ্চুরি করা গুজরাত অধিনায়ক ঊর্বিল পটেলকে সাজঘরে ফেরান সক্ষম চৌধুরী। মারমুখী মেজাজে শুরু করলেও ঊর্বিল ১০ বলে ২০ রান করে আউট হন। সেই ওভারেই ঊমঙ্গ কুমার (২ বলে ০) সক্ষমের দ্বিতীয় শিকার হন।
১০ ওভারের শেষে গুজরাতের স্কোর ছিল ৫ উইকেটে ৬৫ রান। সেখান থেকে ১৮.৩ ওভারে গুজরাত ১২৭ রানে অল আউট হয়ে যায়। শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ২৪ রানের ব্যবধানে। ৩০ বলে সর্বাধিক ৩৬ রান করেন বিশাল জয়সওয়াল। সক্ষম চৌধুরী ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট পান।
দুরন্ত মহম্মদ শামি ৩১ রানে পেয়েছেন ২টি উইকেট। সায়ন ঘোষ ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ঋত্বিক চট্টোপাধ্যায় ২ ওভারে ১৫ ও করণ লাল ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।