বেঙ্গালুরু: আইপিএলের (IPL Auction) নিলামে তাঁকে আকাশছোঁয়া দামে বিক্রি হতে দেখে অনেকে হতবাক হয়েছিলেন। গতবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক। তবু, এবার যে তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) সবচেয়ে দামি ক্রিকেটার হবেন, ভাবতে পারেননি অনেকেই।
সৌদি আরবের জেড্ডার নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান-জুহি চাওলার দলের অন্যতম প্রধান অস্ত্র ঘরোয়া টি-২০ টুর্নামেন্টেও দুরন্ত ছন্দে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল মধ্য প্রদেশ।
বুধবার কোয়ার্টার ফাইনালে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল মধ্য প্রদেশ। আলুরে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার মাঠে ব্যাটে বলে জ্বলে উঠলেন আইয়ার। প্রথমে বল হাতে ২৩ রানে ২ উইকেট। যার জেরে প্রথমে ব্য়াট করে ১৭৩/৭ স্কোরে আটকে গেল সৌরাষ্ট্র। সাম্মার গজ্জর ও রুচিত আহিরকে সৌরাষ্ট্র ইনিংসের ১৫ ও ১৭তম ওভারে ফিরিয়ে দেন বেঙ্কি।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে রোহিতের মন্তব্যে বেজায় চটেন শামি? অধিনায়কের সঙ্গে চলে উত্তপ্ত বাক্য বিনিময়!
পরে ব্যাট হাতেও ছন্দে ছিলেন আইয়ার। তাঁর ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ম্যাচ জেতে মধ্য প্রদেশ। বেঙ্কটেশ আইয়ার যখন ক্রিজে যান, ৭.১ ওভারে ৬২ রানে ২ উইকেট হারিয়ে চাপে মধ্য প্রদেশ। সেখান থেকে শুভ্রাংশু সেনাপতির সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়েন বেঙ্কি।
শুভ্রাংশু ২৪ রান করেন। অধিনায়ক রজত পাতিদার করেন ২৮ রান। ২২ রানে অপরাজিত ছিলেন হরপ্রীত সিংহ। তবে ম্যাচের মোড় ঘোরানো ৩৩ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন বেঙ্কটেশ আইয়ার। জোড়া চার ও ছক্কা মেরেছেন তিনি।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।