কানপুর: ছবি মুক্তির পর থেকেই 'পুষ্পা 2' বক্স অফিসে ঝড় তুলেছে। একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেই দিয়েছে পুষ্পা 2। দেশজুড়ে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আল্লু অর্জুন ও তাঁর ছবি। বিশেষ করে পুষ্পার আইকনিক স্টাইল নিয়ে রিল হয়েছে একের পর এক। এবার সেই তালিকায় নাম লেখালেন কেকেআর তারকা ও ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের সদস্য রিঙ্কু সিংহের ক্লিপ।
এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে উত্তরপ্রদেশের হয়ে খেলছিলেন রিঙ্কু। খেলার মাঝেই নিজের বন্ধুদের সঙ্গে একটি রিল বানিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার। সেই ভিডিও নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছেন নাইট তারকা। সেই ক্লিপে দেখা যাচ্ছে যে পুষ্পার আইকনিক পোজে দেখা যাচ্ছে রিঙ্কু ও তাঁর বন্ধুদের। উত্তরপ্রদেশ মুস্তাক আলিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি। যার দরুণ এই মুহূর্তে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রিঙ্কু।
আইপিএলে আগামী মরশুমেও কেকেআরের জার্সিতে দেখা যাবে রিঙ্কু সিংহকে। ২০১৮ সাল থেকেই কেকেআরের জার্সিতে খেলে আসছেন এই তারকা ব্যাটার। ২০২৩ সালের পর জাতীয় দলেও সুযোগ পান। এরপর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ধারাবাহিক সদস্য বাঁহাতি তারকা। এবার কেকেআর তাঁকে রিটেন করেছে ১৩ কোটি টাকায়। এরপরই নিজের নতুন বাড়িও কিনেছেন রিঙ্কু।
রিঙ্কুর পুরনো বাড়িও ছিল আলিগড় স্টেডিয়ামের কাছে। চারিপাশের পরিবেশই ক্রিকেটের প্রতি রিঙ্কুর ভালবাসা বাড়ায় এবং ক্রিকেটকে কেরিয়ার হিসাবে বেছে নিতে সাহায্য করে রিঙ্কুকে। তবে চ্যালেঞ্জ ছিল প্রচুর। রিঙ্কুর বাবা, খানচাঁদের সিংহ বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন অতীতে। সেই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়াটাও ছিল ভীষণ চাপের। রিঙ্কু পরিবারের সাহায্যের জন্য ঝাড়ুদারের কাজ পর্যন্ত করেছেন। ছেলের খেলা চালিয়ে যাওয়ার জন্য রিঙ্কুর মাকে টাকা অবধি ধার নিতে হত, বলে রিঙ্কুই একদা জানিয়েছিলেন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৯ বলে অপরাজিত ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রিঙ্কু সিংহ। একটি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ২৮৯ স্ট্রাইক রেট রেখে রান করেছেন বাঁহাতি তরুণ। কেকেআরের হয়ে আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে যাঁর উত্থান। জাতীয় দলে জায়গা করে নেওয়া। পরের আইপিএলেও রিঙ্কু নাইট শিবিরের অন্যতম প্রধান শক্তি। তাঁকে রিটেন করেছিল কেকেআর।