মুম্বই: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুললেন আয়ুশ মাথরে। বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে খেলত নেমে ৪৯ বলে শতরান হাঁকাল তরুণ এই ব্যাটার। বিদর্ভের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই শিবির। ১৯৩ রান বোর্ডে তুলেছিল বিদর্ভ। সেই রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় মুম্বই।

Continues below advertisement

প্রথমে ব্যাটিং করতে নেমে বিদর্ভের ওপেনিং জুটি অথর্ব টাইডে ও আমন মোখাদে ১১৫ রানের বিরাট পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও সেই জুটিকে প্রথম ধাক্কা দেন বাঁহাতি স্পিনার অথর্ব আনকোলেখার। আমন ব্যক্তিগত ৬১ রানের মাথায় আউট হয়ে যান। তবে বিদর্ভের বাকি ব্যাটাররা আর কোনও বড় ইনিংস খেলতে পারেননি। টাইডে ৬৪ রানের ইনিংস খেলেন। মুম্বইয়ের হয়ে সাইরাজ পাতিল ও শিবম দুবে দুজনেই তিনটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মুম্বই শিবির। অজিঙ্ক রাহানে মাত্র ২ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়ন ফেরেন। হার্দিক তামোর পরের ওভারেই আউট হন। ২১ রান বোর্ডে তুলতেই ২ উইকেট খুইয়ে বসে মুম্বই শিবির। কিন্তু মাথরে ও সূর্যকুমার মিলে ঝোড়ো রান তোলা শুরু করেন। দুজনের মধ্য়ে মাথরে ছিলেন বেশি আক্রমণাত্মক। সূর্যকুমার ৩৫ রানে আউট হন। দুবে ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। মাথরেকে আটকানো যায়নি। ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করার পর শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান।

Continues below advertisement

এর মধ্যেই ফের এক এশিয়া কাপের আসর বসছে। তবে সিনিয়র নয়, এবার পরীক্ষা জুনিয়রদের । আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপভারতের সঙ্গে সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও। আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তার জন্যই ঘোষিত হল ভারতীয় দলসদ্যসমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বৈভব সূর্যবংশীদের দল । শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত । টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান । এবার তার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের যুব দলের সামনে। ভারতকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া আয়ুষ মাত্রে ।