নয়াদিল্লি: জাতীয় দলের ধারেকাছও নেই। তা সত্ত্বেও তাঁকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নেওয়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে সৈয়দ মুস্তাক আলিতে (Syed Mushtaq Ali Trophy) ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) মনে করালেন পুরনো চাল ভাতে বাড়ে।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছিল উত্তরপ্রদেশ। সেই ম্যাচেই ১৭তম ওভারে অনবদ্য বোলিং করলেন ভুবনেশ্বর। হ্যাটট্রিক করলেন তারকা ফাস্ট বোলার। ম্যাচের ১৭তম ওভারে পরপর তিন বলে রবিন মিনজ়, বাল কৃষ্ণ ও বিবেক আনন্দ তিওয়ারিকে আউট করেন ভুবনেশ্বর কুমার। তাঁর দুরন্ত ও নিয়ন্ত্রিত বোলিংই ঝাড়খণ্ডের জয়ের আশায় জল ঢেলে দেয়।
নতুন বল হাতে ঘাতক স্যুইং বোলিংয়ে ভুবনেশ্বরের বিরুদ্ধে রান করতেই বেগ পেতে হয় ঝাড়খণ্ডের ব্যাটারদের। তিন ওভারে মাত্র ছয় রান খরচ করেন তিনি। আর নিজের চতুর্থ ওভারে তো তিনি হ্যাটট্রিক করেনই, পাশাপাশি মেডেনও নেন। চার ওভারে ছয় রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে এক অসামান্য স্পেল শেষ করেন ভুবনেশ্বর। তাঁর বোলিংয়েই ১০ রানের অল্প ব্যবধানে ম্যাচ জিতে নেয় উত্তরপ্রদেশ। এই গোটা টুর্নামেন্টটাই ভুবনেশ্বরের জন্য বেশ স্মরণীয় কেটেছে। তিনি এই টুর্নামেন্টেই প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ ওভারের ফর্ম্যাটে ৩০০ টি উইকেট নেন। টুর্নামেন্টের শেষটাও স্মরণীয় হল।
,সৈয়দ মুস্তাক আলিতে আজকের গোটা দিনটাই অবশ্য বেশ ঘটনাবহুল ছিল। সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩৪৯ রান তুলল ক্রুণাল পাণ্ড্যর দল বঢোদরা। শুরু থেকেই ঝড় তুলেছিলেন বঢোদরার দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিংহ। শাশ্বত মাত্র ১৬ বলে করেন ৪৩ রান। অভিমন্যু ১৭ বলে করেন ৫৩। দুই ওপেনার ৫.১ ওভারে ৯২ রান যোগ করেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে সিকিমের বোলারদের দুঃস্বপ্ন উপহার দিলেন ভানু পানিয়া। তিন নম্বরে নেমে ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত, বিস্ফোরক ইনিংস খেললেন। চার নম্বরে নেমে ১৭ বলে ৫৫ রান করেন শিবালিক শর্মা। ১৬ বলে ৫০ রান করেন বিষ্ণু সোলাঙ্কি। টি-২০ ক্রিকেটে এই স্কোর বিশ্বরেকর্ড।
অপরদিকে, পাঞ্জাবের হয়ে খেলে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন ভারতীয় তারকা অভিষেক শর্মা। ভারতীয় হিসাবে উর্ভিলের সঙ্গে যুগ্মভাবে এটিই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরান। শেষ পর্যন্ত ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস থাকেন বাঁ-হাতি ব্যাটার। বল হাতে ২ উইকেটও নিয়েছেন অভিষেক। মেঘালয়কে সাত উইকেটে হারায় পাঞ্জাব। ম্যাচের সেরা হয়েছেন অভিষেকই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির আগে তেমনভাবে চিনতেনই না, তবে পারথে নীতীশ, হর্ষিতের খেলায় মুগ্ধ রোহিত