বঢোদরা: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্য়াট হাতে দুরন্ত ফর্ম অব্য়াহত হার্দিক পাণ্ড্য়র। শুক্রবার ত্রিপুরার বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে খেলতে নেমেছিল ক্রুণাল পাণ্ড্যর নেতৃত্বাধীন বঢোদরা দল। সেই ম্যাচেই ব্যাট হাতে ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন ৩১ বছরের তারকা অলরাউন্ডার। শুধুই তাইই নয়, এক ওভারে ত্রিপুরার বোলারকে চারটি ছক্কাও হাঁকালেন হার্দিক। চার নম্বরে ব্যাট করতে নেমে নিজের ইনিংসটি হার্দিক সাজিয়েছিলেন তিনি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায়। 


ম্য়াচে বঢোদরার ব্যাটিংয়ের সময় ১০ নম্বর ওভারে ত্রিপুরার স্পিনার পারভেজ সুলতানকে এক ওভারে চারটি ছক্কা হাঁকান ভারতীয় দলর তারকা প্লেয়ার। সেই ওভারের প্রথম, তৃতীয়, চতুর্থ ও শেষ বলে ছক্কা হাঁকান হার্দিক। পঞ্চম বলটিতে বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। মুস্তাকে বঢোদরার আগের ম্য়াচে তামিলনাড়ুর বিরুদ্ধেও ব্য়াট হাতে জ্বলে উঠেছিলেন এই ক্রিকেটার। ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ২২২ রান তাড়া করতে নেমে সেই ম্য়াচ ভারতীয় অলরাউন্ডারের মারমুখি ব্যাটিংয়ের সুবাদেই জয় ছিনিয়ে নিয়েছিল বঢোদরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি বছর ভারতের জয়ের নেপথ্য় কারিগরও ছিলেন হার্দিক। ঘরোয়া ক্রিকেটে চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন হার্দিক। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বল ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এরপর উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২১ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছিলেন।


 






জাতীয় দলের জার্সিতে হার্দিককে শেষবার দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে। চলতি মুস্তাক আলি ট্রফিতে বল হাতেও নজর কেড়েছেন। ২ উইকেট নিয়েছএন এখনও পর্যন্ত। চলতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চার ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২৩১ রান ঝুলিতে পুরে নিয়েছেন হার্দিক। ব্যাটারদের তালিকায় সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় নম্বরে রয়েছেন এই মুহূর্তে।


আগামী আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্স আরও একবার হার্দিককেই নেতৃত্বভার দিয়েছে। গত মরশুমে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরও এবার সেই বঢোদরার তারকা অলরাউন্ডারের ওপরই ভরসা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট। তবে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে রোহিত শর্মা বা জসপ্রীত বুমরা হয়ত নেতৃত্বভার সামলাবেন।