গায়ানা: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) একের পর এক অঘটন দেখা যাচ্ছে। ২ দিন আগেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর আজ আফগানিস্তান হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। যদিও এটি অঘটন অনেকেই বলতে নারাজ। কারণ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আফগানিস্তান এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু নিউজিল্য়ান্ডের ব্যাটিং যেভাবে তাসের ঘরের মত ভেঙে পড়ল ম্য়াচে, তা দেখেই অনেকে অবাক হয়েছেন। রশিদ, ফারুকিদের বোলিংয়ের সামনে ১৬০ রান তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে গেল কেন উইলিয়াসমন বাহিনী। 


টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু বোল্ট, হেনরিরা কেনের সিদ্ধান্তকে একেবারেই সঠিক প্রমাণ করতে পারলেন না। শুরু থেকেই রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান আক্রমণাত্মক ব্যাটিংয়ের নমুনা রাখেন। আর তাদের কাজটা সহজ করে দেন কিউয়ি ফিল্ডাররা। একের পর এক জঘন্য ফিল্ডিং। প্রচুর ক্যাচ মিস করেন কেন, অ্যালেনরা। যার খেসারত দিতে হয় দলকেও। গুরবাজ ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। লোয়ার মিডর অর্ডারে সেভাবে কেউ রান না পেলেও টপ অর্ডারে ২ ওপেনারই বড় রান বোর্ডে তোলার ভিতটা গড়ে তোলেন। ২০ ওভারে ৬ উইকেট ১৫৯ রান বোর্ডে তুলে নেয় আফগানিস্তান। 


 






রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট টানা হারাতে থাকে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনরা কেউই রান পেলেন না। আর আফগানিস্তানের সবচেয়ে দুরন্ত বোলিংয়ের নমুনা রাখলেন রশিদ খান, ফাজল্লাখ ফারুকি। এছাড়া অভিজ্ঞ মহম্মদ নবিও দুরন্ত বোলি করলন। এর আগে নিজেদের প্রথম ম্য়াচে উগান্ডার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল আফগানরা। এদিন কিউয়িদের মত শক্তিশালী দলের ব্যাটিং লাইন আপকেও নাস্তানাবুদ করে দিলেন রশিদরা। এই গ্রপ থেকে দুটো ম্য়াচ জিতে পরের রাউন্ডে যাওয়ার জন্য মুখিয়ে আফগান শিবির।