ফ্লোরিডা: এই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে খেলতে নামবে? প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। আর সেখানে প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্য়াচেও হেরে গেল নাজমুল হোসেন শান্তর দল। ব্যাট হাতে জঘন্য পারফরম্য়ান্স। মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমেও ১৩৮ রানেই অল আউট হয়ে গেল টাইগাররা। এই হারের সঙ্গে সঙ্গে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শেষ ম্য়াচটি নিয়মরক্ষার হতে চলেছে। টি-টােয়েন্টি বিশ্বকাপের আগে এই হার কিন্তু নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ বাড়াবে বাংলাদেশ ক্রিকেট দলকে ও টিম ম্যানেজমেন্টকে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান বোর্ডে তুলেছিল যুক্তরাষ্ট্র দল। তাদের হয়ে স্টিভেন টেলর ও মোনানক পটেল মিলে ওপেনিংয়ে বেশ ভালই শুরু করেছিলেন। ৪১ রান বোর্ডে তুলে আউট হন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনানক। চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান মােনানক। তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান টেলর। অ্যারন জোন্স ৩৫ রান করেন। কোরি অ্যান্ডারসন ১১ রানের বেশি এদিন করতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্য়ে শরিফুল ইসলাম ৪ ওভারে ২৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। রিসাদ হোসেন ৪ ওভারে ২১ রান খরচ করে ২ উইকেট নেন। মুস্তাফিজুর ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ শিবির। বাঁহাতি সৌম্য সরকার খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। তানজিদ হাসান ১৯ রান করেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। তৌহিদ হৃদয় ২১ বলে ২৫ রান করেন। শাকিব আল হাসান ২৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন। কিন্তু কেউই দলের জয় নিশ্চিত করতে পারেননি। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্য়ে আলি খান ৩ উইকেট নেন। আগের ম্য়াচের নায়ক হরমীত অবশ্য ২ ওভারে ২২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।