ত্রিনিদাদ: বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। দল ঘোষণার পর থেকেই নানা মুনির নানা মত শোনা গিয়েছিল। আমেরিকা ও ক্যারিবিয়ান ভূমিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। সেখানে কেন চার স্পিনার নিয়ে দল সাজানো হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও উল্টো সুর শোনা গেল এবার কিংবদন্তি কোর্টনি ওয়ালশ (Courtney Walsh)। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে রয়েছেন অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) , কুলদীপ যাদব(Kuldeep Yadav)  ও যুজবেন্দ্র চাহাল চার স্পিনার। 


সংবাদ সংস্থাকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্টনি ওয়ালশ বলেন, ''আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল দেখে একেবারেই অবাক হইনি। ওরা দলে চার স্পিনার রেখেছে। নিজেদের শক্তি অনুযায়ী দল সাজিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ তাদের দলে তিন স্পিনার রেখেছে। এটা একেবারে নতুন একটা পরিবেশে খেলা হবে। তাই প্রতিটা দল তাদের শক্তি সামর্থ্য বুঝে দল ঘোষণা করেছে।''


তবে শুধু স্পিন আক্রমণেই নয়। ভারতীয় দলে বেশ কয়েকজন উচ্চমানের পেসারও রয়েছেন সে কথাও উল্লেখ করেন ওয়ালস। তিনি বলেন, ''ভারতীয় দলে বেশ কয়েকজন উন্নতমানের পেসার আছে। এই টুর্নামেন্টে প্রায় সব দলেই ভাল মানের পেস বোলার রয়েছে। ফলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট হতে চলেছে নিঃসন্দেহে।'' কোনও দল ফেভারিট? কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার বলছেন, ''আমার মনে হয় এই টুর্নামেন্টে ব্যাটাররাই সেরা পারফর্ম করলে দলও ভাল খেলবে। আমার মনে হয় বোলিং ব্রিগেড যাদের ভাল পারফর্ম করবে তারাই টুর্নামেন্টে সাফল্য পাবে।'' 


আগামী ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। ভারতীয় দল আগামী ৫ জুন টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচে তাদের প্রতিপক্ষ আযারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় দল। একই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। 


 






আরও পড়ুন: সিরাজদের মাথাব্য়থা বাড়াতে পারেন বেয়ারস্টোই, কোহলি-রাবাডা ডুয়েলের অপেক্ষা ধর্মশালায়